বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, যারা বিএনপি করছেন তারা নিজেদের মধ্যে কোন দ্বিধাদন্দ,কোন্দল না করে আগামী দিনে যখন ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে লড়াই করতে হবে,তখন যেন শক্তিশালী সংগঠন নিয়ে লড়াই করতে পারি।
এ সময় তিনি আরো বলেন, রাজধানীর নিউমার্কেটে ঢাকা কলেজের শিক্ষার্থীদের সাথে ব্যবসায়ীদের সংঘর্ষের ঘটনায় সরকারি দলের ছাত্রলীগের নেতাকর্মীরা জড়িত থাকলেও বিএনপি নেতাদের আটক করে রিমান্ডে নেওয়া হচ্ছে।
এ সরকার যা ইচ্ছে তাই করছে। রাজনৈতিক দল কিংবা জনগণ প্রতিবাদ করতে গেলেই পুলিশের কাছে নির্যাতনের শিকার হচ্ছে। তাই আগামী দিনে আন্দোলন সংগ্রামের মাধ্যমে জনগণকে সাথে নিয়ে সরকারকে হঠাতে হবে। তাছাড়া আর কোন বিকল্প পথ নেই।
তিনি আজ সোমবার জাতীয়তাবাদী দল ঠাকুরগাঁও জেলা বিএনপি আয়োজিত ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠানে জেলা বিএনপির কার্যালয়ে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
এ সময় জেলা বিএনপি’র শীর্ষ নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।