আন্দুলবাড়ীয়া বহুমুখী মাধ্যমিক বিদ্যালয় বাঁচানোর দাবিতে প্রতিবাদ বিক্ষোভ ও মানববন্ধন !

মো: রিয়াদ মন্ডল | জীবননগর চুয়াডাঙ্গা

আন্দুলবাড়ীয়া বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান গেটের সামনে অযোগ্য দুষ্কৃতকারী প্রধান শিক্ষকের অপসারণের জন্য শিক্ষার্থী ও অভিভাবক সহ সচেতন নাগরিকদের মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

শিক্ষার্থী ও অভিভাবকদের নয় দফা দাবীতে মুখরিত হয় সমাবেশ। উঠতে থাকে নানা গুঞ্জন,
আন্দুলবাড়ীয়া বহুমুখী মাধ্যমিক বিদ্যালয় প্রধান শিক্ষক মোঃ মমতাজ উদ্দিন তাজের হাত থেকে স্কুল বাঁচানোর লক্ষে এ প্রতিবাদ বিক্ষোভ ও মানববন্ধন।

উপস্থিত নাগরিকের বিভিন্ন মাতামত শেষে
রমজান আলী উপস্থাপনা বক্তব্য রাখেন, আরও বক্তব্য রাখেন মো: হাসিবুল ইসলাম (সাবেক ছাত্র) মো: আলতাব হোসেন ফেলা, অযোগ্য প্রধান শিক্ষক ম্যানেজিং অবসারণে ৯ দফা দাবি তুলে ধরেন মো: সানোয়ার হোসেন (সাবেক ছাত্র ) মো: মনিরুজ্জামান মুক্ত (সাবেক ছাত্র) মো:রকিবুল রুবেল (সাবেক ছাত্র) সমাপনী বক্তব্য রাখেন মো: মির্জা হাকিবুর রহমান লিটন, এসময় আগামি ৩১ তারিখ পর্যন্ত আল্টিমেটাম দিয়ে হুঁশিয়ার করেন।

আন্দুলবাড়ীয়া গণমাধ্যম কর্মীদের মাঝে উপস্থিত ছিলেন সাংবাদিক মো: নাসিম রেজা, মো:রিয়াদ মন্ডল, মো: জাইদুল ইসলাম মামুন, নারান ভৌমিক।

প্রশাসনিক ভাবে উপস্থিত ছিলেন সাহাপুর ক্যাম্পের মো: সোলাইমান ও মো: হাবিব

সভাপতিত্ব করেন মো: নাহিদ হাসান (আহবায়ক ছাত্র সংগ্রাম পরিষদ) আন্দুলবাড়ীয়া।।