বাংলাদেশ ও ভারতের যৌথ প্রযোজনায় নির্মিত হচ্ছে বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনীভিত্তিক চলচ্চিত্র ‘বঙ্গবন্ধু’। এটি পরিচালনার দায়িত্বে রয়েছেন বলিউডের বিখ্যাত পরিচালক শ্যাম বেনেগাল।
এখানে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হলেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা ইরফান সাজ্জাদ। শহীদ লে. কমান্ডার মোয়াজ্জেম হোসেনের চরিত্রে অভিনয় করবেন তিনি।
বিষয়টি নিশ্চিত করেছেন ইরফান সাজ্জাদ নিজেই। তিনি বলেন, এক সপ্তাহ আগে ‘বঙ্গবন্ধু’ সিনেমায় অভিনয়ের জন্য চূড়ান্ত করা হয় আমাকে। এতো বড় আয়োজনের একটি সিনেমার সঙ্গে যুক্ত হতে পেরে নিজেকে সৌভাগ্যবান মনে হচ্ছে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।