ওপার বাংলার নায়িকা রূপসা মুখোপাধ্যায়। ‘কে তুমি নন্দিনী’ ছবিতে অভিনয় করে বাংলাদেশেও পরিচিতি পান তিনি। টালিগঞ্জের পর এবার ঢালিউডের ছবিতে দেখা যাবে তাঁকে।

১০ ফেব্রুয়ারি থেকে এফডিসিতে ‘গ্যাংস্টার’ ছবির শুটিং করছেন তিনি। শাহীন সুমনের পরিচালনায় ছবিতে রূপসার সঙ্গে দেখা যাবে বাংলাদেশের শান্ত খানকে। রূপসা বলেন, ‘বাংলাদেশের প্রতি আলাদা একটা টান রয়েছে। আমি বাংলাদেশি ছবি দেখি। শাহীন সুমন দাদা গুণী পরিচালক। তা ছাড়া ছবির প্রযোজনা প্রতিষ্ঠান এর আগে ভারতের সানি লিওন, শ্রাবন্তী ও দেবের মতো শিল্পী নিয়ে কাজ করেছে। তাই ছবিটিতে কাজ করার ইচ্ছে ছিল।’
১৮ ফেব্রুয়ারি পর্যন্ত নিজের অংশের শুটিং শেষ করে কলকাতায় ফিরে যাবেন রূপসা। পরে এই ছবির গানের শুটিংয়ে অংশ নেবেন। দুবাই ও ব্যাংককে যেগুলোর শুটিং হওয়ার কথা। সব কিছু ঠিক থাকলে রোজার ঈদেই ‘গ্যাংস্টার’ মুক্তি পাবে।

ছবিটিতে রূপসা ছাড়াও আছেন কলকাতার আরেক অভিনেতা রজতাভ দত্ত।