• কলম সাহিত্য সংসদ লন্ডন” চট্টগ্রাম জেলা কমিটির সভা অনুষ্ঠিত।

সুমনসেন চট্টগ্রাম জেলা প্রতিনিধি-

চট্টগ্রামের আন্দরকিল্লা “ইয়েলো বার্ড” কার্যালয়ে যুক্তরাজ‍্য ও বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত সংগঠন, ”অক্ষরে অমরতা “শ্লোগানের পতাকাবাহী আন্তর্জাতিক সাহিত্য ও মানবাধিকার সংগঠন “কলম সাহিত্য সংসদ লন্ডনের” উদ্যোগে চট্টগ্রাম জেলা শাখা কর্তৃক এক সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন সংগঠনের চট্টগ্রাম জেলার সভানেত্রী কবি ও লেখিকা করুণা আচার্য। এতে উপস্হিত ছিলেন বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক লেখক মোঃ কামরুল ইসলাম। বিভাগীয় সাংস্কৃতিক সম্পাদক জয়নাল আবেদীন ফয়েজী।
এতে চট্টগ্রাম জেলা নেতৃবৃন্দের মধ্যে উপস্হিত ছিলেন রোটারিয়ান অধ্যাপক দূর্জয় পাল, লেখক অরুপ বড়ুয়া, কবি বিদ্যুৎ কুমার দাশ, কবি ফারিয়েল সানাম, প্রিয়াংকা সরকার, মোহাম্মদ আরাফাত হোসাইন সহ প্রমুখ।
সভায় নতুন চট্টগ্রাম জেলা কমিটি গঠন ও সাংগঠনিক কর্মকান্ড নিয়ে বিস্তারিত আলোচনা হয়।