মানবতাবিরোধী অপরাধ মামলার ফাঁসি আসামি সৈয়দ মোহাম্মদ কায়সার (৭৭) বার্ধক্যজনিত নানা রোগে আক্রান্ত হয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউতে) মারা গেছে। এদিকে, মাদক মামলার তিন মাসের সাজাপ্রাপ্ত ইকবাল হোসেন (৪০) নামে অপর এক হাজতি মারা গেছে।
শুক্রবার (১১ ফেব্রুয়ারি) ঢাকা কেন্দ্রীয় কারাগারের (কেরানীগঞ্জ) সিনিয়র জেল সুপার সুভাষ কুমার এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, সৈয়দ মোহাম্মদ কায়সার মানবতাবিরোধী অপরাধ মামলার ফাঁসির আসামি ছিলেন।বার্ধক্যজনিত নানা রোগে আক্রান্ত হয়ে বিএসএমএমইউতে ভর্তি ছিলেন। চিকিৎসাধীন অবস্থায় আজ ভোর ৫টা ১০ মিনিটে মারা যান তিনি।
এদিকে দক্ষিণ কেরাণীগঞ্জের বাসিন্দা তিন মাসের সাজাপ্রাপ্ত বন্দি মাদকাসক্ত ইকবাল হোসেন ইকবাল অসুস্থ হয়ে পড়লে তাকে ঢাকা মেডিক্যাল নেওয়ার পথে মারা যান। পরে সেখানকার চিকিৎসকরা পরীক্ষা-নিরীক্ষা করে সকাল আজ ৯টা ৪০ মিনিটে তাকে মৃত ঘোষণা করেন।
কলমকথা/সাথী
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।