• কেশবপুরে বাল্যবিবাহ প্রতিরোধে
    কমিউনিটিতে ডায়ালগ অনুষ্ঠিত

এনামুল কবির সবুজ স্টাফ রিপোর্টারঃ

কেশবপুরে পরিত্রাণের আয়োজনে ওয়াই মুভস প্রকল্পের আওতায় যৌনহয়রানী, প্রজনন স্বাস্থ্য যৌন ও লিঙ্গ ভিত্তিক সহিংসতা এবং বাল্যবিবাহ প্রতিরোধে কমিউনিটিতে ইন্টারজেনারেশনাল ডায়ালগ রবিবার দিনব্যাপী পরিত্রাণের প্রশিক্ষণ কেন্দ্রে অনুষ্ঠিত হয়েছে। পরিত্রাণের প্রকল্প সমন্বয়কারী মোঃ রবিউল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার এম এম আরাফাত হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা অফিসার তরিকুল ইসলাম, উপজেলা শিশু বিষয়ক অফিসার বিমল কুমার কুন্ডু, উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার প্রদীপ বিশ্বাস ও কেশবপুর উপজেলা প্রেসক্লাবর সভাপতি এস আর সাঈদ। কর্মসূচীটি সমন্বয় করেন পরিত্রাণ-ওয়াই মুভস প্রকল্পের প্রজেক্ট অফিসার তারেক হাসান রকি।