গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এ বন্দি এক হাজতির মৃত্যু হয়েছে।
শুক্রবার দুপুরে মারা যাওয়া ওই ব্যক্তি চাঁপাইনবাবগঞ্জ সদর থানার নরেন্দ্রপুর উত্তরপাড়া এলাকার সায়েদ আলীর ছেলে খায়রুল (৩৪)। তার হাজতি নং- ৩২৯০/১৮।
কারাগার সূত্রে জানা গেছে, কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এ বন্দি ছিলেন খায়রুল। বেলা পৌনে ১২টার দিকে তিনি কারাগারের ভেতর অসুস্থ হয়ে পড়েন।
পরে তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল পাঠানো হয়।
সেখানে নেওয়ার পর দুপুর পৌনে ১টার দিকে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে খায়রুলকে মৃত ঘোষণা করেন। ঢাকার সাভার থানায় করা একটি মামলায় ২০১৮ সালের ৭ জুন থেকে এই কারাগারে বন্দি ছিলেন তিনি।
কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এর জেলার মো. আবু সায়েম বিষয়টি নিশ্চিত করে জানান, হত্যাচেষ্টা মামলায় খায়রুল এই কারাগারে বন্দি ছিলেন। হাসপাতালে নেওয়ার পর দুপুরে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।