আশিক মিনা|গোপালগঞ্জ সংবাদদাতা
পাঠ উৎসবের উদ্বোধনী দিনে ৩ শ’ বিভিন্ন বয়সের মানুষ অংশ নেন। লাইব্রেরী চত্বরে পাঠের উপযোগী পরিবেশ সৃষ্টি করা হয়েছে। প্রয়োজনীয় টেবিল, চেয়ার ও ছাতা রাখা হয়েছে। এখানে বসেই পাঠক বই পাঠ করছে। প্রতিদিনই পাঠ উৎসবে পাঠকের সমাগম বাড়ছে।
লাইব্রেরীর সাধারণ সম্পাদক আলী নঈম খান জিমি বলেন,শতবর্ষী এ লাইব্রেরীতে অনেক দুর্লভ বইয়ের সংগ্রহ রয়েছে। এছাড়া জেলা প্রশাসক আরো অনেক বই দিয়েছেন। এতে লাইব্রেরিটি আরো সমৃদ্ধ হয়েছে। এখানে শিশুতোষ বই থেকে শুরু করে সব ধরণের বই রয়েছে। গবেষণার কাজে ব্যবহৃত রেফারেন্স বইও আছে। সে কারণে সব ধরণের পাঠকের খোরাক মেটাতে সক্ষম এ লাইব্রেরী। যান্ত্রিক এ যুগে এসে মানুষ পাঠ বিমুখ হয়ে পড়েছে। তাই পাঠ অভ্যাস গড়ে তুলতে আমরা এ আয়োজন করেছি। প্রথম দিনে ৩শ মানুষ এ পাঠ উৎসবে অংশ নিয়েছে। পাঠ উৎসবে ভাল সাড়া পড়েছে। প্রতিদিনই পাঠক বাড়ছে। এ উৎসব প্রতিবছরই করা হবে।
গোপালগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি ইলিয়াসুর রহমান বলেন, প্রতি বছর ভাষার মাসের ১৪ ফেব্রুয়ারী থেকে পক্ষকালব্যাপী পাঠ উৎসবের আয়োজন করা হবে। এই লাইব্রেরী থেকে পাঠক বই নিয়ে পড়তে পারবেন। এছাড়া পাঠ অভ্যাস গড়ে তুলতে আমরা শহরের পাড়া মহল্লায় লাইব্রেরী গড়ে তুলবো। এখানে বই থাকবে সেখান থেকেও মানুষ বই পাঠের সুযোগ পাবেন। পাঠ অভ্যাস ব্যাপকভাবে ছড়িয়ে দিতে উদ্যোগ গ্রহন করা হয়েছে।
গোপালগঞ্জের জেলা প্রশাসক শাহিদা সুলতানা বলেন, বড় হতে গেলে বড় মনীষীর সান্নিধ্যে যেতে হয়। সেসব বড় মনীষী আজ আর আমাদের মাঝে নেই। কিন্তু তাদের রচিত বই এই লাইব্রেরিতে আছে। এসব বই পড়লে তাদের সান্নিধ্য পাওয়া যাবে। বড় মানুষ হওয়া যাবে। বই পড়ে অনেক অজানাকে জানা ও শেখা যায়। বই পাঠের মাধ্যমে নিজের জ্ঞান ভান্ডারকে আরো সমৃদ্ধ করা যায়। বই পাঠের বিকল্প কিছু হতে পারেনা। তাই প্রতিদিন কিছু সময় আমাদের বই পড়তে হবে। পাঠ অভ্যাস গড়ে তুলতে আমাদের এ প্রয়াস। এটি সফল হলে আমরা জ্ঞান নির্ভর সমাজ গড়ে তুলতে পারবো। মানুষের চিন্তা চেতনায় পরিবর্তন আসবে। দেশ অভিষ্টলক্ষ্যে পৌঁছে যাবে।
গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষার্থী রায়হানুল ইসলাম সৈকত বলেন, সৃজনশীল বই পড়া আমরা প্রায় ছেড়েই দিয়েছি। শুধু পরীক্ষায় উত্তীর্ণ হতে পাঠ্যবই পড়ছি। এরমধ্যে পাঠ উৎসব একটি ব্যতিক্রমী উদ্যোগ। পাঠ অভ্যাসের মধ্য দিয়ে আলোকিত মানুষ হতে পারবো। আমরা মানুষ, সমাজ ও দেশকে আলোকিত করতে পারবো।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।