চাম্পাফুল আঞ্চলিক প্রেসক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
বাপ্পি কুমার | কালিগঞ্জ
কালিগঞ্জের উজিলপুর বাজারে চাম্পাফুল প্রেসক্লাবের ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। শনিবার (৩০ জানুয়ারি) দুপুর ১২ টায় চাম্পাফুল আঞ্চলিক প্রেসক্লাবের নবগঠিত কমিটির সভাপতি মোঃ আমিনুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হওয়ার কথা ছিল কালিগঞ্জ থানা অফিসার ইনচার্জ মোঃ দেলোয়ার হুসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাম্পাফুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃ মোজাম্মেল হক, সাবেক চেয়ারম্যান আব্দুল লতিফ মোড়ল, সরকারি খানবাহাদুর আহছানউল্লা কলেজের প্রভাষক, নলতা কার্ডিফ মডেল স্কুলের সভাপতি ও নলতা শরিফ প্রেসক্লাবের সভাপতি মোঃ মনিরুজ্জামান মহসিন, জাতীয় শিক্ষক প্রাণকৃষ্ণ সরকার, সরকারি খানবাহাদুর আহছানউল্লা কলেজের প্রভাষক মোঃ আব্দুর রহমান, কাজী আলাউদ্দিন ডিগ্রী কলেজের প্রভাষক দিলীপ কুমার সরকার, প্রেসক্লাবের উপদেষ্টা মোঃ আবুবকর গাইন, সিনিয়র সহসভাপতি ডাঃ বিশ্বনাথ সরকার, ২নং ওয়ার্ডের মেম্বার সাইলুজ্জামান খান, গোলাম কাইয়ুম, আবুবকর সরদার, রাধারানী অধিকারী,শ্যামলী রানী সরকার, আশরাফ আলী, ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক নির্মল মণ্ডল, তপন কুমার গাইন, নারায়ণ সরকার, মোঃ সুব্রত সরকার, আঞ্চলিক প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, কোষাধ্যক্ষ বাপ্পী সরকার, সাংগঠনিক সম্পাদক আব্দুল বারী, দীনেশ সরকার, মোশারফ হোসেন, মেম্বার পদপ্রার্থী জাকির হোসেন, আশরাফ উদ্দিন বুলবুল, প্রিয়াংকা সরকার, সাদিয়া খাতুন প্রমুখ।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।