তা,লীমুল কুরআন ইসলামিয়া মাদ্রাসার (২য়) শাখা শুভ উদ্বোধন ও হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে দোয়া ও মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গতকাল সকাল সদর উপজেলা সালান্দর ইউনিয়নের ডেনিস এলাকায় এই মাহফিলের আয়োজন করা হয়।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইকরা নূরানী তা, লিমুল কুরআন বোর্ড এর চেয়ারম্যান হযরত মাওলানা হারুনুর রশিদ। এবং প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মুফতি আব্দুল রহমান বেতাগী,ভারপ্রাপ্ত প্রিন্সিপাল মাদরাসায়ে নূরে মদিনা ও খতিব বাইতুল মামুর, ঢাকা
দোয়া মাহফিলে মাওলানা ইসমাইল বিন হায়দার এর সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা ১২নং সালান্দর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফজলে এলাহি মুকুট চৌধুরী,
তালিমুল কুরআন ইসলামিয়া মাদ্রাসার সভাপতি সামসুদ্দীন আহমেদ, ঠাকুরগাঁও জেলা খাদ্য নিয়ন্ত্রক মনিরুল ইসলাম, ঠাকুরগাঁও সাবেক প্রিন্সিপাল পিস স্কুল এন্ড কলেজের মাকসুদ আলী সহ অন্যান্য।
অনুষ্ঠানে অতিথির প্রধান বক্তা বলেন, আজকের বিশ্বে চলমান অস্থিরতার অন্যতম কারণ হচ্ছে দিনে দিনে আমরা আল্লাহ ও তার রাসুলের পথ থেকে দূরে সরে যাচ্ছি। আমাদের এখনও সময় আছে আল্লাহ ও তার রাসুলের পথে ফিরে আসার।
অনুষ্ঠান শেষ শিক্ষার্থী পবিত্র কোরআন মজিদ হিফজ সম্পন্ন করায় চার জনকে পাগড়ী পড়ানো হয় তারা হলেন হাফেজ মুহা. রবিউল ইসলাম, হাফেজ মুহা. মোকসেদুল ইসলাম, হাফেজ মুহা. নাঈম ইসলাম, হাফেজ মুহা. সিফাত হোসেন।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।