বিএনপির কেন্দ্রীয় কার্যক্রমের অংশ হিসেবে ঠাকুরগাঁও জেলা বিএনপি সরকারের পদত্যাগের এক দফা দাবিতে পদযাত্রা করেছে। জেলা বিএনপি আয়োজিত পদযাত্রাটি শহরের পাবলিক ক্লাব মাঠ থেকে বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বাসস্ট্যান্ড হয়ে পাবলিক ক্লাব মাঠে গিয়ে শেষ হয়।

মঙ্গলবার (১৮ জুলাই) বিকেলে সরকারের পদত্যাগের এক দফা দাবিতে এ পদযাত্রার কর্মসূচি পালন করছে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

পদযাত্রা শুরুর আগে জেলা শহরেরর পাবলিক ক্লাব মাঠে সংক্ষিপ্ত আলোচনা সমাবেশের আয়োজন করা হয়। এতে জেলা ও উপজেলা বিএনপির নেতাকর্মীরা বক্তব্য রাখেন।

সমাবেশে জেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা তৈমুর রহমান বলেন, আর আলোচনা নয়, দাবি এক, দফা এক। সেটা হল সরকারের পদত্যাগ। তা না হলে পরিস্থিতি হবে ভয়াবহ। জনগণের ভোটের অধিকার শেখ হাসিনা সরকারকে আর কেড়ে নিতে দিব না।

 

তিনি আরো বলেন, জনগণ আর তামাশার নির্বাচন করতে দেবে না। জনগণ দেখেছে গতকাল ঢাকা-১৭ আসনে সাজানো নির্বাচন হয়েছে। ২০২৪ সালেও সরকার সেই রকম তামাশার নির্বাচন করতে চায়। দেশের জনগণের বাইরে আর কোনো ভোট হবে না। আমরা জনগণের ভোটের অধিকার রক্ষার জন্য গণতন্ত্র ও মানবাধিকার উদ্ধারের জন্য তারেক রহমানের নেতৃত্বে চূড়ান্ত আন্দোলন শুরু করেছি। শেখ হাসিনার পতন তরান্বিত করে আমাদের আন্দোলন শেষ করবো। তার আগে এই আন্দোলন শেষ হবে না।

এ সময়ে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা বিএনপি সাধারণ সম্পাদক মির্জা ফয়সাল আমীন, পৌর বিএনপির সভাপতি শরিফুল ইসলাম শরিফ, সদর উপজেলা বিএনপি সভাপতি আব্দুল হামিদ, ঠাকুরগাঁও ২ আসনের সাবেক সংসদ সদস্য জাহিদুর রহমান, মহিলাদলের সভাপতি ফোরাতুন নাহার প্যারিস, ছাত্র দলের সভাপতি মো: কায়েস প্রমুখ।

পদযাত্রায় অংশ নিতে জেলার বিভিন্ন উপজেলা থেকে কয়েক হাজার নেতাকর্মী শহরের পাবলিক ক্লাব মাঠে জড়ো হয়। এসময় কর্মীদের বিভিন্ন স্লোগানে মুখরিত হয়ে উঠে। শহরের বিভিন্ন রাস্তায় যানচলাচল ধীরগতির ও বন্ধ হয়ে যায়।