ঠাকুরগাঁও বেসরকারি সংস্থা ওয়াল্ড ভিশন এর পক্ষ থেকে ৮৭৬জন দরিদ্র ও অসহায় শিশুদের মাঝে শীতের কম্বল বিতরণঃ-
মোঃ আল আমিন ঠাকুরগাঁও সদর প্রতিনিধিঃ
ঠাকুরগাঁওয়ে ৮৭৬ দরিদ্র ও অসহায় শিশুদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। বেসরকারি সংস্থা ওয়াল্ড ভিশন বাংলাদেশ ঠাকুরগাঁও এপি’র আয়োজনে আজ বুধবার দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলার রহিমানপুর ইউনিয়নের মথুরাপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ে এ কর্মসুচি অনুষ্ঠিত হয়৷ এতে প্রধান অতিথি ছিলেন ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন। বিশেষ অতিথি ছিলেন ঠাকুরগাঁও জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জবেদ আলী ও জাতীয় সাংবাদিক সংস্থা ঠাকুরগাঁও জেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ আসাদুজ্জামান আসাদ। কম্বল বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ওয়াল্ড ভিশন বাংলাদেশ ঠাকুরগাঁও এপি’র ম্যানেজার লিওবার্ট চিসিম। এসময় মথুরাপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও স্থানীয় ইউপি সদস্যসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বক্তারা সমাজের দরিদ্র ও অসহায় শিশুদের সহায়তা করতে ও তাদের পাশে দাড়াতে বিত্তবানসহ সকলের সহযোগিতা কামনা করেন। পরে ৮৭৬ জন স্থানীয় অসহায় ও দুস্থ এবং দরিদ্র শিশুদের মাঝে কম্বল বিতরণ করা হয়।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।