মোঃ আল আমিন , ঠাকুরগাঁও প্রতিনিধিঃ

বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন বলেছেন, ‘আমাদের ঠাকুরগাঁওয়ে শীতের প্রকোপ একটু বেশি পড়ে। তাই এখানকার সবাইকে সচেতন থাকতে হবে। একইসঙ্গে মুখে মাস্ক বাধ্যতামূলক পরতে হবে। যদি এই আইন কেউ না মানে তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

করোনার দ্বিতীয় ঢেউ মোকাবিলায় সচেতনতামূলক অবস্থান কর্মসূচিঃ-ঠাকুরগাঁও

সোমবার (২৩ নভেম্বর) দুপুরে ঠাকুরগাঁও জেলা প্রশাসনের আয়োজনে শহরের চৌরাস্ত মোড়ে করোনার দ্বিতীয় ঢেউ মোকাবিলায় সচেতনতামূলক অবস্থান কর্মসূচিতে তিনি এসব কথা বলেন।

রমেশ চন্দ্র সেন বলেন, ‘মাস্ক ছাড়া কোনো সেবা দেওয়া যাবে না। নো মাস্ক নো সার্ভিস- বিষয়টি বাস্তবায়ন করতে হবে। যদি সবাই মাস্ক পরে তাহলে করোনা সংক্রমণ রোধ সম্ভব হবে।’

কর্মসূচিতে জেলা আওয়ামী লীগ, পৌর আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, ছাত্রলীগ, ঠাকুরগাঁও প্রেসক্লাব, ঠাকুরগাঁও অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশন, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ ঠাকুরগাঁও জেলা কমান্ডসহ বিভিন্ন সরকারি-বেসরকারি অফিসের কর্মকর্তারা অংশ নেন।

ঠাকুরগাঁও জেলা প্রশাসক ড. কে.এম কামরুজ্জামানের সভাপতিত্বে কর্মসূচিতে আরো বক্তব্য দেন- ঠাকুরগাঁও সিভিল সার্জন ডা. মাহফুজার রহমান সরকার, পুলিশ সুপার মনিরুজ্জামান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দীপক কুমার রায়সহ অন্যান্যরা।

বক্তব্য শেষে সাধারণ জনগণের মাঝে নিজ হাতে মাস্ক পরিয়ে দেন এমপি রমেশ চন্দ্র সেন ও জেলা প্রশাসক ড. কে.এম কামরুজ্জামান সেলিম।