ঠাকুরগাঁও নিজ বাস ভবনে থেকে সরকারকে ভয়ঙ্কর আত্মহরণের পথ থেকে সরে আসার আহবান – মির্জা ফখরুলের
মোঃ আল আমিন ঠাকুরগাঁও সদর প্রতিনিধিঃ-
ঠাকুরগাঁও বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সরকার ২০১৮ সালের নির্বাচনের মতই স্থানীয় সরকার নির্বাচনে ভোট ডাকাতি করে নিয়ে যাচ্ছে। এছাড়াও দলীয় নেতাকর্মীদের নামে মামলা দিয়ে হয়রানী করছে।
এ সরকার সম্পূর্নভাবে গনতন্ত্র ও রাজনৈতিক প্রতিষ্ঠানগুলোকে ধংস করে দিয়েছে। ধংস করা মুল উদ্যেশ্য একদলীয় শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করতে চায়।
সরকারকে ভয়ঙ্কর আত্ম হণণের পথ থেকে সরে এসে অবাধ সুষ্ট ও নির্বাচন দেয়ার আহবান মির্জা ফখুরুলের। তা না হলে জনগণকে সাথে নিয়ে আন্দোলনের মাধ্যমে এ সরকারকে সড়িয়ে দেয়ার হুশিয়ারী উচ্চারণ করেন তিনি।
যারা এক সময় হাসিনা ও খালেদাকে গ্রেফতার করিয়েছিল। সরকার আজ তাদের সঙ্গে যোগসাজস করে একি ধারাবাহিকতায় ক্ষমতায় টিকে রয়েছে।
আজ শুক্রবার সকালে ঠাকুরগাঁও শহরের নিজ বাসভবনে সাংবাদিকদের কাছে এমন মন্তব্য করেন। এসময় জেলা বিএনপি’র শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।