মোঃ মিজানুর রহমান, ঢাকা: এঞ্জেল লায়ন্স ক্লাবের উদ্যোগে আজ ২ অক্টোবর শনিবার সকাল ৯ টায় রাজধানীর গোপীবাগ এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচীর আয়োজন করা হয়। টিটিপাড়া সড়কের রোড ডিভাইডারে বিভিন্ন সৌন্দর্য বন্ধনকারী বৃক্ষরোপণ করা হয়।

পরবর্তীতে গোপীবাগ রেলওয়ে কলোনী তে চিকিৎসা সেবা বঞ্চিত অসহায় মানুষদের ফ্রী ডায়বেটিস চেকআপ ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। উক্ত আয়োজনে প্রধান অতিধি হিসেবে উপস্থিত ছিলেন আইপিডিজি লায়ন নজরুল ইসলাম শিকদার (পিএমজেএফ), কামার উদ্দিন আহমেদ (এমজেএফ), রিজন চেয়ারপারসন ক্লাব, ক্লাব প্রেসিডেন্ট লোকমান হাকিম মানিক, সেক্রেটারী নাসিমা পারভীন, জয়েন্ট সেক্রেটারী সাবের কাউসার তপন, লায়ন মাহবুবুল আলম, লায়ন লুনা শারমীন সহ আরো অনেকেই। দেশ ও দেশের মানুষের কল্যাণে লায়ন্স ক্লাবের এরকম উদ্যোগ চলমান থাকবে বলে জানান অতিথিরা।