তারেক রহমানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির প্রতিবাদে রূপগঞ্জ উপজেলা ছাত্রদলের বিক্ষোভ
রূপগঞ্জ নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ
বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির প্রতিবাদে নারায়ণগঞ্জের রূপগঞ্জে বিক্ষোভ মিছিল করেছে রূপগঞ্জ উপজেলা ছাত্রদল। মঙ্গলবার বিকেলে উপজেলার ভূলতা এলাকায় এ বিক্ষোভ মিছিল করেন রূপগঞ্জ উপজেলা ছাত্রদল নেতাকর্মীরা।
উপজেলা ছাত্রদল নেতা মাসুম বিল্লাহ নেতৃত্বে উপস্থিত ছিলেননারায়নগঞ্জ জেলা ছাত্রদল নেতা মোঃ সুজন আহমেদ, মোঃ আরমান মোল্লা, রুপগঞ্জ উপজেলা ছাত্রদল নেতা মোঃ কামরুল হাসান, মোঃ সুজন আহমেদ , মোঃ শরিফুল ইসলাম রাসেল, মোঃ রাসেল প্রধান, মোঃ ফারুক মিয়া, আশরাফুল ইসলাম, মোঃ আবুল হোসেন, রাহাত ভূইয়া, আব্দুল্লাহ আল বাকি (আবির), কাজী তাহসান আহাম্মদ তাঁজ, মোঃ নাজমুল হাসান (পাপন), মোঃ ইমরান হোসেন, সরকারি মুড়াপাড়া বিশ্ববিদ্যালয় কলেজ শাখা ছাত্রদলের যুগ্ম আহবায়ক মোঃ হিমেল মাহমুদ, যুগ্ম আহবায়ক মোঃ সালাউদ্দিন সানি, যুগ্ম আহবায়ক- জসিম উদ্দিন মাকসুদ, যুগ্ম আহবায়ক – মোঃ জহির মিয়া ১নং কার্যকারি সদস্য – মোঃ রুহুল আমিন , সদস্য মোঃ সোহেল মিয়া, সদস্য – আঃ জলিল মিয়া। তারাব পৌর ছাত্রদলের এর ১ম যুগ্ম আহবায়ক – মোঃ মাসুদ মিয়া (রানা), যুগ্ম আহবায়ক – মোঃ শাওলিন, মোঃ রাহাত মিয়া, ১নং সদস্য মোঃ রুহুল আমিন, সদস্য তারিফ খান । কাঞ্চন পৌর ছাত্রদলের ১নং যুগ্ম আহবায়ক মোঃ শফিকুল ইসলাম সফিক ২নং যুগ্ম আহবায়ক মোঃ বাবুল মিয়া, যুগ্ম আহবায়ক – ছাব্বির মিয়া, ১নং সদস্য শামিম মিয়া – সদস্য আমিনুল ইসলাম সানি প্রমূখ।
এসময় বিক্ষোভকারীরা জানান, ২০১৫ সালের ২৮ ফেব্রুয়ারি সুবর্ণচর উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও আইনজীবি ওমর ফারুক বাদি হয়ে তারেক রহমানের বিরুদ্ধে চরজব্বার থানায় একটি মামলা দায়ের করেছিলেন। গত বৃহস্পতিবার নোয়াখালির জেলা অতিরিক্ত দায়রা জজ ১ম আদালতের বিচারক সৈয়দ ফকরুল আবেদন মামলাটি আমলে নিয়ে বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে অভিযোগ গঠন ও গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। এর প্রতিবাদেই উপজেলা ছাত্রদলের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করেন।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।