সারাদেশে আজ (১৮ নভেম্বর) ৮ লাখ ৯৩ হাজার ৯১২ ডোজ করোনা প্রতিরোধক টিকা দেওয়া হয়েছে। এখন পর্যন্ত ২ লাখ ৬৬ হাজার ৯১৯ শিক্ষার্থী টিকার প্রথম ডোজ পেয়েছে।
আর দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে ১৭৭ জনকে। বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো টিকাদান বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তি থেকে এসব তথ্য জানা যায়।
গত ১ নভেম্বর দেশে ১২-১৭ বছর বয়সী শিক্ষার্থীদের টিকাদান কার্যক্রম শুরু হয়। শিক্ষার্থী ব্যতীত আজ ২ লাখ ৮৬ হাজার ৮২৮ জনকে টিকার দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে।
আর ৪২ হাজার ১৫১ জন শিক্ষার্থীকে প্রথম ডোজ দেওয়া হয়েছে এবং ১৮ জন নিয়েছেন দ্বিতীয় ডোজ। এখন পর্যন্ত প্রথম ডোজ দেওয়া হয়েছে ৫ কোটি ৩৫ লাখ ৯০ হাজার ৬৩৯ জনকে এবং দ্বিতীয় ডোজ পেয়েছেন ৩ কোটি ৪২ লাখ ৮২ হাজার ৭৭৬ জন। এগুলো হলো অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা, চীনের সিনোফার্ম, ফাইজার ও মডার্নার টিকা।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।