- নগর মৎস্যজীবী লীগ আয়োজিত প্রয়াত গণ মানুষের নেতা এবিএম মহিউদ্দিন চৌধুরীর ৩য় মৃত্যু বার্ষিকী পালিত।
সুমনসেন চট্টগ্রাম জেলা প্রতিনিধি-
চট্টগ্রাম মহানগর মৎস্যজীবী লীগ কর্তৃক আয়োজিত চসিক সাবেক সফল মেয়র সাবেক সভাপতি চট্টগ্রামের মাটি ও মানুষের অবিসংবাদিত নেতা প্রয়াত আলহাজ্ব এবিএম মহিউদ্দিন চৌধুরীর ৩য় মৃত্যু বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল চট্টগ্রাম মহানগর আওয়ামী মৎস্যজীবী লীগের আহ্বায়ক আলহাজ্ব আমিনুল হক বাবুল সরকার এর সভাপতিত্বে এবং এম এ মোতালেব তালুকদার এর সঞ্চালনায় ফিশারীঘাট সংগঠনের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
আলহাজ্ব আমিনুল হক বাবুল সরকার বলেন ” আলহাজ্ব এবিএম মহিউদ্দিন চৌধুরী চট্টগ্রামে আন্দোলন-সংগ্রামে মিছিল মিটিংয়ে গরীব দুঃখী মেহনতী মানুষের পক্ষে আজীবন কাজ করে গেছেন উনার মতো আর একজন নেতা চট্টগ্রামে সৃষ্টি হবে না।
উক্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন. চট্টগ্রাম মহানগর আওয়ামী মৎস্যজীবী লীগের যুগ্ম আহ্বায়ক সাবেক ছাত্র নেতা মো হেমায়েত হোসেন মিঠু একে এম ফজলুল হক সিনিয়র সদস্য আলহাজ্ব কাউসারুজজামান মো আক্তারুজ্জামান হাজী জয়নাল আবেদীন নুরুল আমিন হাফেজ মোহাম্মদ ইসমাইল মো সামসুল আলম আবুল বাশার এডভোকেট শওকত ওসমান বাকলিয়া থানা আহবায়ক সেলিম উদদীন কোতোয়ালী থানা আহবায়ক জয়নাল আবেদীন যুগ্ম আহ্বায়ক সাইফুদ্দীন রাসেল বাকলিয়া থানা যুগ্ম আহ্বায়ক মহিউদ্দিন তারেক উপস্থিত ছিলেন চকবাজার থানা আওয়ামী মৎস্যজীবী লীগের আহ্বায়ক সৈয়দ আহমেদ মোস্তফা হেলাল ডবলমুড়িং থানা আওয়ামী মৎস্যজীবী লীগের আহ্বায়ক সাইদুল ইসলাম বুলবুল সহ নগর ও বিভিন্ন থানা আওয়ামী মৎস্যজীবী লীগেরনেতৃবৃন্দ।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।