নড়াইলে আউট -অব – স্কুল চিলড্রেন এডুকেশন কর্মসূচি (P E D P-4) এর ক্যাম্পেইন কর্মসূচি

 

কৃপা বিশ্বাস | নড়াইল 

নড়াইলে আউট – অব – স্কুল চিলড্রেন এডুকেশন কর্মসূচি ( PEDP-4) এর ক্যাম্পেইন কর্মসূচি হয়েছে। মঙ্গলবার ( ১৮ জানুয়ারি) সকালে মাউলি ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের পারবিলবাউত গ্রামে হয়।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রোগ্রাম মেনেজ্যার সোহেল রানা, ইউপি মেম্বর আশরাফুল আলম, প্রধান শিক্ষক তন্দ্রা রানী দাস, তুষার কান্তি দাস, মোঃ জাহাঙ্গীর শেখ, কাকলী বেগম প্রমুখ