নড়াইল ও কালিয়া পৌরসভায় নৌকার জয়, শান্তিপূর্ণভাবে চলেছে ভোট গ্রহন

 

 

 

মো:রফিকুল ইসলাম | নড়াইল
নড়াইল ও কালিয়া পৌরসভায় আওয়ামী-লীগ প্রার্থী বিপুল ভোটের ব্যবধানে জয়লাভ করেছে।
নড়াইল পৌরসভায় বেসরকারি ফলাফলে আ’লীগ মনোনীত (নৌকা) আঞ্জুমান আরা পেয়েছেন ১৯ হাজার ৩৪ ভোট,তার নিকটতম প্রতিদ্বন্ধি বিএনপির মনোনীত প্রার্থী জুলফিকার আলী পেয়েছেন ৪ হাজার ৪৬৪ ভোট,ইসলামী শাসনতন্ত্র আন্দোলন হাত পাখা প্রতিকে পেয়েছেন ৫৬৬ টি ভোট,এছাড়া সতন্ত্রপ্রার্থী নৌকা প্রতিককে সমর্থন জানিয়ে নির্বাচন থেকে বেশ আগেই সওে দাঁড়ান।
এছাড়া পৌর এলাকার সাধারণ কাইন্সিলর পুরুষ নির্বাচিত হন ১নংওয়ার্ডে মোঃ জুয়েল,২নং ওয়ার্ডে মোঃবাবলু,৩নংওয়ার্ডে বর্তমান কাউন্সিলর কাজী জহিরুর হক পূনরায় নির্বাচিত হয়েছে,০৪ নং ওয়ার্ড সংসদ সদস্য ক্রিকেট তারকা মাশরাফির ওয়ার্ডে নড়াইল দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদক মোঃ আনিসুর রহমান,৫নং ওয়ার্ডে বর্তমান দায়িত্বপ্রাপ্ত মেয়র রেজাউল বিশ্বাস, ৬ নং ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর শরফুল আলম লিটু পুনরায় নির্বাচিত হয়েছে,৭ নং ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর তুফান পুনরায় নির্বাচিত হয়েছেন, ০৮ নং ওয়ার্ডে মোঃ রাজু ও ০৯ নং ওয়ার্ডে মোঃ আরব আলী নির্বাচিত হয়েছে।
সংরক্ষিত কাউন্সিলর পদে ১,২ও৩ নং ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর আঞ্জুমনোয়ারা অঞ্জলী পূনরায় নির্বাচিত হয়েছে, ৪,৫,ও ৬ নং ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর ইপীরানী অধিকারী পূনরায় নির্বাচিত হয়েছেন।
অপরদিকে কালিয়া পৌরসভায় আ’লীগের ওয়াহিদুজ্জামান হিরা পেয়েছেন ১২ হাজার ২৪২ এবং বিএনপির স.ম. ওয়াহিদুজ্জামান মিলু পেয়েছেন ৬২৫ ভোট।
বেসরকারিভাবে বিভিন্ন কেন্দ্র থেকে প্রাপ্ত ভোটের ভিত্তিতে এ তথ্য পাওয়া গেছে।

দেখা গেছে,শনিবার (৩০ জানুয়ারী) ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে কোনো প্রকার সহিংসতা এবং অনিয়ম ছাড়াই শান্তিপূর্ণভাবে ভোট গ্রহন সম্পন্ন হয়েছে।
নির্বাচনে দিনভর ভোটারদের উপস্থিতি ছিল লক্ষনীয়। নড়াইল পৌরসভায় ৭৪.৯২% এবং কালিয়া পৌরসভায় ৮০.৯৮% ভোট পড়েছে।
জেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার মোঃ ওয়ালিউল্লাহ বলেন, সম্পূর্ণ শান্তিপূর্ণভাবে জেলার দু’টি পৌরসভার ভোট গ্রহন অনুষ্ঠিত হয়েছে।
কোথাও কোনো জাল ভোট বা কারচুপির ঘটনা ঘটেনি। তবে সকালের দিকে মোৗখিকভাবে কয়েকটি কেন্দ্রে টেবিলের ওপর ব্যালট পেপার রেখে ভোট দেওয়ার অভিযোগ পাওয়ার পর ওই সব কেন্দ্রে গিয়ে তা নিয়ন্ত্রন করা হয়েছে।