নড়াইল জেলা বাস মিনিবাস শ্রমিক ইউনিয়নের বার্ষিক বনভোজন সম্পর্ণ

 

মো:রফিকুল ইসলাম | স্টাফ রিপোর্টার নড়াইল
নড়াইল জেলা বাস মিনিবাস, কোস, মায়ক্রোবাস, ১২৯৫ শ্রমিক ইউনিয়নের বার্ষিক বনভোজন অনুষ্ঠিত হয়েছে।

(২৩জানুয়ারি) রবিবার সকাল ৮ ঘটিকার সময় নড়াইল নতুন বাস টার্মিনাল হতে দুইটি পরিবহন যোগে নড়াইল শ্রমিক ইউনিয়নের নড়াইল টু মাওয়া সড়কের খানজাহান আলি পরিবহনের সকল শ্রমিক গণ এ বার্ষিক বনভোজনে অংশগ্রহণ করেন।
এসময় খানজাহান আলি পরিবহনের বার্ষিক বনভোজনে উপস্থিত ছিলেন,গরিব অসহায়দের বন্ধু সমাজ সেবক ১২৯৫ শ্রমিক ইউনিয়নের সাবেক সহসাধারণ সম্পাদক ও আগামি শ্রমিক ইউনিয়ন নির্বাচনে সভাপতি পদপ্রার্থী মো:মশিয়ার বিশ্বাস,শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক পদপ্রার্থী মো:জাহাঙ্গীর,খানজাহান আলি পরিবহনের লাইন সেক্রেটারি মো:টুটুল, মনিরুল, হিরোন, পটু সর্দার, বিপুল, বাচ্চু, মফিজ, আকরাম, ফিরোজ, রিপোন, সজীব, রইজ, মিজান, আজিম, লিটু সর্দার, মকতুল, জিকাত, মাহাবুব, মফিজ, সহেল, পারভেজ, নাসির, লুকমান, কয়েজ, সাংবাদিক মো:রফিকুল ইসলাম, নেহাল, সিয়াম, জসিমসহ আরো অনেকে প্রমূখ।
এসময় সুন্দরবন ভ্রমম করে মোংলা রির্সটে এসে ভোজন শেষে এক মত বিনিময়কালে সভপতি পদপ্রার্থী মশিয়ার বিশ্বাস সকল শ্রমিকগণে উদ্দেশে বলেন, আমার ভাই ও আপনাদের সকলের প্রানপুরুষ প্রায়াত মো:জাহাঙ্গীর বিশ্বাসের আত্নার শান্তি কামনায় আমরা এক মিনিট নিরাবতা পালন করব।

এক মিনিট নিরাবতা পালন শেষে বলেন,আমি নড়াইল বাস মিনিবাস শ্রমিক ইউনিয়ন ১২৯৫ শুরু থেকেই আপনাদের সাথে কাধেঁ কাধঁ মিলিয়ে বিপদে আপদে,শুখে দুখে আপনাদের সাথেই ছিলাম এবং সব সময় থাকব ইনশাআল্লাহ্‌।

মশিয়ার বিশ্বাস আরো বলেন,আমার ভাই জাহাঙ্গীর বিশ্বাস বেচে থাকলে শ্রমিক ইউনিয়নের ঐ চেয়ারে কেউই বসতে পারতেন না কারন জাহাঙ্গীর বিশ্বাস ছিলো গরিব অসহায় শ্রমিকদের বন্ধু একারনেই বার বার তিনি ঐ চেয়ার আলোকিত করে রেখেছিলেন।
আজ আমার ভাই জাহাঙ্গীর বিশ্বাসের নাম ও সন্মান ধরে রাখতে তার ভালোবাসা আগলিয়ে রাখতে আমি মো:মশিয়ার বিশ্বাস আপনাদের কথা দিচ্ছি আমার ভাই যেমন আপনাদের ভালোবাসতেন আমিও আপনাদের পাসে কাধেঁ কাধঁ মিলিয়ে চলব কারন জাহাঙ্গীর বিশ্বাস আমার ভাই।

আগামি ১২৯৫ শ্রমিক ইউনিয়ন নির্বাচনে আমাকে সভাপতি পদে নির্বাচিত করে সকল শ্রমিকগণের সেবা করার সুযোগ দিন,বর্তমান বাস টার্মিনালের যে অবস্থা এবং আপনাদের দাবি আদায়ের জন্য যা কিছু করতে হয় আপনাদের মুখে হাসি ফোটানোর জন্য সেই গুলা আমি করব ইনশাআল্লাহ্‌ বলেও জানান তিনি।

শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক পদপ্রার্থী মো:জাহাঙ্গীরের কাকি নড়াইল পৌরসভা নৌকার মননীত মেয়র প্রার্থী আঞ্জুমান আরার জন্য সকল শ্রমিকগণের ভোট ও দোয়া চেয়েছেন সেই সাথে আগামি নড়াইল ১২৯৫ শ্রমিক ইউনিয়ন নির্বাচনে সাধারণ সম্পাদক পদে ভোট দিয়ে আপনাদের সেবা করার সুযোগ দিন।