![](https://dailykolomkotha.com/wp-content/uploads/2021/01/PicsArt_01-14-06.23.05-400x225.jpg)
পীরগঞ্জে মাদকের ভয়াল ছোঁবলে আসক্ত স্কুল-কলেজের তরুণরা
মোঃ আল আমিন ঠাকুরগাঁও সদর প্রতিনিধি :
ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জে মাদকের ভয়াবহতা দিন দিন বেড়েই চলছে। ফেন্সিডিল গাঁজা, ইয়াবা আসক্ত হচ্ছে স্কুল-কলেজের তরুণরা। বৃদ্ধ, বয়স্ক ও উঠতি বয়সের যুবকেরা জড়িয়ে আছে মাদকের ভয়াবহ জালে। উদ্বিগ্ন হয়ে পড়েছেন সচেতন অভিভাবকরা।
রাজধানী ঢাকার সাথে যোগাযোগের জন্য অন্যতম পথ হচ্ছে বালিয়াডাঙ্গী-রাণীশংকৈল-পীরগঞ্জ পথ। উত্তরাঞ্চল থেকে এই পথ হয়েই অধিকাংশ মাদক রাজধানীতে পৌঁছে বলে জানা গেছে। আর মাদক আনা-নেয়ার ক্ষেত্রে বৈরচূনা-ফরিকগঞ্জ-কোচল বর্ডার ট্রানজিট হিসেবে ব্যবহৃত হচ্ছে মাদক ব্যবসায়ীদের কাছে। এতে খুব সহজেই সেবনের জন্য মাদকদ্রব্য পৌঁছে যাচ্ছে পীরগঞ্জের তৃণমূল পর্যন্ত। বাড়ছে মাদকসেবীদের সংখ্যা।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক সেবনকারী জানান, নানারকম ওষুধ, ট্যাবলেট, সিরাপ মিশিয়ে খেলে ঘুম ঘুম ভাব হয়, ঝিমুনি আসে, অন্যরকম লাগে, এজন্যই এসব সেবন করি।
অনুসন্ধানে জানা যায়, পীরগঞ্জ থেকে সব চেয়ে বড় হাজার হাজার পিচ ইয়াবা ও ফেন্সিডিলের চালান আসে ফকিরগঞ্জ ফাটারহাট থেকে দেহানগর হয়ে ভেবরা বোর্ডহাটে এক বড় মাদক ব্যবসায়ীর হাত দিয়ে যা ঢাকাসহ বিভিন্ন স্থানে পাঠানো হয়।
স্থানীয়রা আরো জানায়, দামি-দামি কার, মাইক্রো, এম্বুলেন্স দিয়ে এই মরণব্যাধি মাদক সাড়া দেশে ছড়িয়ে পড়ছে। পীরগঞ্জের প্রায় ১০-১৫টি স্পটে ফেনসিডিল, গাঁজাসহ বিভিন্ন মাদকদ্রব্য বিক্রি হচ্ছে। এসব স্পট থেকে সহজেই সংগ্রহ করা যাচ্ছে মাদকদ্রব্য।
সিনুয়া বাজার, গদাগাড়ি বাজার, বলাই হাট বর্থপালিগাঁও, বৈরচুনা, ভেবরা বোর্ডহাট, ফকিরগঞ্জবাজার, ফাটারহাটসহ বিভিন্ন এলাকায় উঠতি বয়সের যুবকেরা ভ্রাম্যমান অবস্থায় ফেন্সিডিল, গাঁজা ও চেতনানাশক ট্যাবলেট বিক্রি করে বলে অভিযোগ পাওয়া গেছে।
এ বিষয়ে পীরগঞ্জ থানা অফিসার্স ইনর্চাজ প্রদীপ কুমার রায় জানান, মাদক বিক্রেতাদের কোন ছাড় নেই অভিযান অব্যাহত রয়েছে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।