পেকুয়ার মগনামায় বেড়িবাঁধে চাপা পড়ে যাচ্ছে সরকারী স্কুলের পুরাতন ভবন! উদ্যোগ নিচ্ছে না শিক্ষা কর্মকর্তা!

মোহাম্মদ ইউনুছ |পেকুয়া প্রতিনিধি
যেকোন সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ভবন পুরাতন, ব্যবহার অনুপযোগী বা পরিত্যক্ত হলে তা নিলামের মাধ্যমে বিক্রি করে দেওয়ার সরকারী বিধান রয়েছে। পুরাতন ভবন বিক্রির টাকা সরকারী কোষাগারে জমা হয়। এদিকে গত দুই বছর ধরে পেকুয়া উপজেলার মগনামা ইউনিয়নের কাক পাড়ায় নির্মাণাধীন বেড়িবাঁধের মাটি চাপা পড়ে রয়েছে শেখ আবদুল আজিজ চৌধুরী সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ৫ কক্ষ বিশিষ্ট একটি পুরাতন ভবন!

বিদ্যালয়টি সাগরের ভাঙনের কারনে অন্যত্র স্থানান্তরিত হলেও একতলা বিশিষ্ট পুরাতন বিদ্যালয় ভবনটি বেড়িবাঁধের মাটি চাপা পড়ে রয়েছে!

অভিযোগ রয়েছে, সরকারী সম্পদ এভাবে নষ্ট ও বেহাত হয়ে গেলেও পেকুয়া উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সালামত উল্লাহ খান ভবনটি দরপত্র বা নিলামের মাধ্যমে বিক্রি করে দিয়ে তার টাকা সরকারী কোষাগারে জমা দেওয়ার জন্য কোন উদ্যোগ গ্রহণ করেননি। যা সরকারী দায়িত্ব পালনে চরম অবহেলার শামিল।