প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে খুলনায় আওয়ামী লীগের আনন্দ মিছিল

জিয়াউল ইসলাম | বিভাগীয়ব্যুরো প্রধান খুলনা

মহান জাতীয় সংসদে খুলনাতে শেখ হাসিনা মেডিকেল বিশ্ববিদ্যালয় বিলের অনুমোদন দেওয়ায় জাতির জনক বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা আওয়ামী লীগ সভাপতি মানবতার মা দেশরত্ন প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে শুভেচ্ছা ও
অভিনন্দন জানিয়ে আনন্দ মিছিল করেন খুলনা জেলা আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

মঙ্গলবার বিকালে দলীয় কার্যালয়ের সামনে থেকে নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। মিছিল পূর্ব সমাবেশে জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব শেখ হারুনুর রশীদের সভাপতিত্বে এক আলোচনা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনায় গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক বিশিষ্ট আইনজীবী এ্যাড.সুজিত অধিকারী।


প্রচার ও প্রকাশনা সম্পাদক জোবায়ের আহম্মেদ খান জবার পরিচালনায় অন্যান্যের মধ্যে
বক্তৃতা করেন, সহ সভাপতি
অধ্যক্ষ দেলোয়ারা বেগম, এ্যাডভোকেট নিমাই চন্দ্র রায়,
যুগ্ম সাধারন সম্পাদক সরফুদ্দিন বিশ্বাস বাচ্চু, আইন বিষয়ক সম্পাদক এ্যাডভোকেট নব কুমার চক্রবর্তী, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক শ্রীমন্ত অধিকারী রাহুল, দপ্তর সম্পাদক এম এ রিয়াজ কচি, ধর্ম বিষয়ক সম্পাদক এ্যাড. তারিক হাসান মিন্টু, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক শেখ মো. রকিকুল ইসলাম লাবু, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক কাজী শামীম আহসান, , শ্রম সম্পাদক মোজাফফর মোল্যা, উপ দপ্তর সম্পাদক সায়েদুজ্জামান সম্রাট, উপ প্রচার ও প্রকাশনা সম্পাদক খাইরুল ইসলাম, বুলু রায় গাঙ্গুলী, জাহাঙ্গীর হোসেন মুকুল, ফারহানা হালিম, মোসাম্মৎ সামসুন্নাহার, শাহিনা আক্তার লিপি, অমিয় অধিকারী, হায়দার আলী মোড়ল,
আশরাফুজ্জামান বাবুল, সরদার আবুল কাশেম ডাবলু, হোসনে আরা চম্পা, মোতালেব হোসেন
সাইফুল ইসলাম খান, পীর আলী, এ্যাড সেলিনা আক্তার পিয়া, অজিত বিশ্বাস,
দেব দুলাল বাড়ই বাপ্পি,
মাহফুজুর রহমান সোহাগ, মোঃ পারভেজ হাওলাদার, মোঃ ইমরান হোসেন, রাসেল ভ্লু, রেজাউল ইসলাম রেজা,
আকলিমা খাতুন তুলি,
এ্যাড রজলিন সরকার, সোনিয়া খাতুন প্রমুখ।