হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে ঠাকুরগাঁওয়ে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৮ মার্চ) সকালে বেসরকারি এনজিও সংস্থা আশার আয়োজনে জেলার বালিয়াডাঙ্গী উপজেলার খোচাবাড়ি স্বাস্থ্য কেন্দ্রে দিনব্যাপী এই ফ্রি মেডিকেল ক্যাম্পটি হয়।

ফ্রি মেডিকেল ক্যাম্প শুরুর আগে বেসরকারি এনজিও সংস্থা আশার সিনিয়র ব্র্যাঞ্চ ম্যানেজার শহিদুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য দেন, আশার ঠাকুরগাঁও সদর জেলার ডিস্ট্রিক্ট ম্যানেজার মো: আনারুল কাদীর, সিনিয়র রিজিওনাল ম্যানেজার ঘনেশ্বর চন্দ্র রায়, বীর মুক্তিযোদ্ধা মো আমিরুল ইসলাম, ইউপি সদস্য নন্দল্ লাল চন্দ্র সিংহ, ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি খাইরুল ইসলাম, খোচাবাড়ি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক খাদেমুল ইসলাম প্রমুখ।

 

আলোচনা সভা শেষে ৩০০ জন অসহায় ও দরিদ্র মানুষকে দিনব্যাপী চিকিৎসা সেবা প্রদান করেন বেসরকারি এনজিও সংস্থা আশার হেলথ্ সেন্টার ইনচার্জ সারোয়ার উল আলম।