- বহিস্কৃত চেয়ারম্যান জারজিদ মোল্ল্যা ডিবি পুলিশের হাতে আটক
মো:রফিকুল ইসলাম,নড়াইল প্রতিনিধিঃ
নড়াইলে আবারও বহিস্কৃত চেয়ারম্যান একাধীক অভিযোগের আসামি জারজিদ মোল্ল্যা ডিবি পুলিশের হাতে আটক। নড়াইল পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন পিপিএম(বার) এর নির্দেশে (২০নভেম্বর)শুক্রবার সন্ধ্যা ০৬.৩০ ঘটিকার সময় কালিয়া থানার খরোরিয়া এলাকা থেকে,কালিয়া থানার নিয়মিত মামলা নং ০৬/২০ গত (১৯নভেম্বর) এর ১৩ নং আসামী মোঃজারজিদ মোল্ল্যা (৫০) বহিস্কৃত পেড়লী ইউনিয়নের চেয়ারম্যান,পিতা মৃত আঃসামাদ,সাং খরোরিয়া থানাঃ কালিয়া,জেলা,নড়াইল কে গোপন সংবাদের ভিত্তিতে,এসআই আনিস এর নেত্রীত্বে গোপন সংবাদের ভিত্তিতে সংঙ্গীও টিম সদস্য মাফুজুর রহমান,কনেষ্টবোল বখতিয়াব,বিকাশ,রুহুল আমিন,শিবলি,দেলোয়ার,সরোয়ার সহ অভিযান চালিয়ে গ্রেফতার করেন। পেরলী ইউনিয়নের বহিস্কৃত চেয়ারম্যান জারজিদ মোল্ল্যা,এর আগেও বিভিন্য অভিযোগের ভিত্তিতে পুলিশের হাতে আটক হয়ে জেল খেটেছেন।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।