মালয়েশিয়া দিনে দিনে করোনা রোগী সনাক্ত ও মৃত্যুর হার বৃদ্ধি পাওয়া গত ১ জুন থেকে ১৪ জুন পযন্ত সর্বাত্মক লকডাইন ঘোষণা করে মালয়েশিয়া সরকার।
সর্বাত্মাক লকডাইনের মধ্যে বাংলাদেশী প্রবাসীদের কথা চিন্তা করে, জীবনের ঝুঁকি নিয়ে পাসপোর্ট সেবা চালিয়ে যায় বাংলাদেশ দূতাবাস। তবে ইতি মধ্যে সেবা দিতে গিয়ে করোনা আক্রান্ত হয়েছে ৫০ % কর্মকর্তা ও কর্মচারীরা এমনটা তথ্য জানানো হয় বাংলাদেশ হাইকমিশন, মালয়েশিয়ায় ভেরিফাই ফেসবুক আইডিতে।
এতে আরো বলা হয় সকল প্রবাসী বাংলাদেশীর পাসপোর্ট সংগ্রহ জন্য পোস্ট লাজুতে আবেদন করতে বলা হয়। ইতিমধ্যে গত বছরের শেষের দিকে থেকে শুরু করে ডিজিটাল পদ্ধতির মাধ্যমে পোস্ট লাজুতে পাসপোর্ট নবায়ন আবেদন ও সংগ্রহর কাজ শুরু হয়।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।