- বান্দরবানে অবসর প্রাপ্ত সরকারী কর্মচারী কল্যাণ সমিতির শীতবস্ত্র বিতরন
সুমনসেন চট্টগ্রাম জেলা প্রতিনিধি-
বাংলাদেশ অবসর প্রাপ্ত সরকারী কর্মচারী কল্যাণ সমিতি বান্দরবান জেলা শাখা’র আয়োজনে ৪ জানুয়ারী সোমবার সকাল ১১টায় অবসরপ্রাপ্ত সমিতির অফিস কক্ষে অনুষ্ঠিত হয়। বাংলাদেশ অবসর প্রাপ্ত সরকারী কর্মচারী কল্যাণ সমিতি বান্দরবান জেলা শাখার চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আবুল কালাম এর সভাপতিত্বে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
বাংলাদেশ অবসর প্রাপ্ত সরকারী কর্মচারী কল্যাণ সমিতি বান্দরবান জেলা শাখার উপদেষ্টা ও বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সম্মানিত সদস্য সত্যহা পাঞ্জি ত্রিপুরা। আরো উপস্থিত ছিলেন
সমিতির সাধারণ সম্পাদক দিলীপ চক্রবর্তী, সমিতির ভাইস-চেয়ারম্যান মোঃ আবদুল কায়েছ, ভাইস-চেয়ারম্যান আব্দুল হাকিম, কোষাধ্যক্ষ(অর্থসম্পাদক) আলহাজ্ব মোঃ নুরুচ্ছা সিকদার, সদস্য মো: আবু বক্কর প্রমুখ। সমিতির চেয়ারম্যান মোঃ আবুল কালাম বলেন বাংলাদেশ অবসর প্রাপ্ত সরকারী কর্মচারী কল্যাণ সমিতি বান্দরবান জেলা শাখার উদ্যোগে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে আজ আমরা যারা উপস্থিত হতে পেরেছি মহান আল্লাহর কাছে আমরা শুকরিয়া জ্ঞাপন করছি আলহামদুল্লিাহ, কেননা এই করোনাভাইরাস এর মহামারী রোগ হইতে আমাদের রক্ষা করেছেন আমাদের সুস্থ রেখেছেন,দীর্ঘদিন পর আমরা সকলে এক সাথে বসার সুযোগ হয়েছে। এদিকে অনুষ্ঠানে প্রধান অতিথি ওনার বক্তব্য বলেন, আপনাদের সকলের দোয়া ও আশির্বাদে পার্টি আমাকে মুল্যায়ন করে জেলা পরিষদের সদস্য নির্বাচিত করেছন তার জন্য আমি আমাদের পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপির নিকট কৃতজ্ঞ। তিনি আরো বলেন অবসর প্রাপ্ত সরকারী কর্মচারী কল্যাণ সমিতির সদস্য যারা অসুস্থ তাদেরকে জরুরী চিকিৎসা সহায়তা প্রদান করার ব্যাপারে আমাদের সমিতি আগামীতে আরো ভাল কাজ করার পরিকল্পনা রয়েছে, আমরা সকলের সার্বিক সহযোগিতা কামনা করি, ভবিষ্যতে এর ধারাবাহিকতা অব্যহত থাকবে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।