আজ ৪ নভেম্বর (মঙ্গলবার) বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সাবেক সদস্য যশোর উন্নয়নের কারিগর সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের সপ্তম মৃত্যু বার্ষিকী। যশোর তথা দেশের দক্ষিণাঞ্চলের উন্নয়নের কারিগর খ্যাত তরিকুল ইসলামের মৃত্যু বার্র্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালন উপলক্ষে যশোর জেলা বিএনপির অঙ্গ সহযোগী সংগঠন সমূহ চার দিন ব্যাপী বিস্তারিত কর্মসূচি গ্রহণ করেছে।
কর্মসূচির মধ্যে রয়েছে কবর জিয়ারত, দোয়া মাহফিল, স্মরণ সভা, রক্ত দান, খাবার বিতরণ, শিক্ষা প্রতিষ্ঠানে পানির ফিল্টার বিতরণ, বৃক্ষরোপণ, কুরআন শিক্ষার্থীদের মাঝে জায়নামাজ টুপি বিতরণ । জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন কর্মসূচির বিষয়টি নিশ্চিত করেন। এদিকে দিবসটি স্মরণে সোমবার যশোর জেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে শহরের ৪০ টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের জন্য বিশুদ্ধ খাবার পানির ফিল্টার বিতরণের মধ্য দিয়ে বরেণ্য রাজনীতিক তরিকুল ইসলামের সপ্তম মৃত্যু বার্ষিকী কর্মসূচি আনুষ্ঠানিক ভাবে শুরু হয়েছে।
আজ মঙ্গলবার সকাল ৯ টায় জেলা বিএনপির আয়োজনে শহরের কারবালা কবর স্থানে বরেণ্য রাজনীতিক তরিকুল ইসলামের কবর জিয়ারতের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু হবে। এরপর সকাল ১০ টায় জেলা বিএনপির আয়োজনে দলীয় কার্যালয়ে দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। সকাল ৮ টায় জেলা শ্রমিকদলের উদ্যেগে জেলা বিএনপি কার্যালয়ের সামনে শ্রমজীবী মানুষের মাঝে খাবার বিতরন করা হবে। বেলা ১২ টায় জেলা বিএনপি কার্যালয়ের সামনে জেলা ছাত্রদলের আয়োজনে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি পালিত হবে।
রক্তদান শেষে ছাত্রদলের উদ্যোগে যশোরের সকল শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচি এবং বাদ জোহরবাদ দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। বেলা সাড়ে ১২ টায় জেলা মৎস্যজীবী দলের উদ্যেগে জেলা বিএনপি কার্যালয়ের সামনে কুরআন শিক্ষার্থীদের মাঝে জায়নামাজ ও টুপি বিতরণ করা হবে। জেলা কৃষকদলের আয়োজনে বিরামপুর হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানায় কুরআন খতম ও দোয়া মাহফিল শেষে কুরআন শিক্ষার্থীদের মাঝে খাবার বিতরণ করা হবে। নগর বিএনপির উদ্যেগে যশোর পৌর এলাকার সকল মসজিদে দোয়া মাহফিল হবে।
এছাড়া সদর উপজেলা বিএনপির আয়োজনে উপজেলার প্রতিটি ইউনিয়নের সকল মসজিদে দোয়া মাহফিল এবং প্রতিটি গ্রাম, পাড়া, মহল্লায় খাবার প্রদান করা হবে। আগামী ৫ নভেম্বর ( বুধবার) নগর বিএনপির উদ্যেগে শহরের বিভিন্ন এতিম খানায় দোয়া মাহফিল শেষে এতিমদের সম্মানে মধ্যহ্নভোজ অনুষ্ঠিত হবে। একই দিন সদর উপজেলা বিএনপির আয়োজনে বিভিন্ন এতিম খানায় দোয়া মাহফিল ও এতিমদের সম্মানে মধ্যহ্নভোজ অনুষ্ঠিত হবে।
এছাড়া জেলা যুবদলের আয়োজনে এতিমদের মাঝে খাবার বিতরণ করা হবে। জেলা মহিলা দলের উদ্যেগে দুপুরে এতিমখানায় শিশুদের মাঝে খাবার বিতরণ এবং বাদ আসর যশোর জেলা বিএনপির কার্যালয়ে দোয়া মাহফিল। পরদিন ৬ নভেম্বর (বৃহস্পতিবার ) বেলা ৩ টায় টাউন হল ময়দানে জেলা বিএনপির আয়োজনে বরেণ্য রাজনীতিক তরিকুল ইসলামের স্মরণ সভা অনুষ্ঠিত হবে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
									ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
                        
                        
                    
                    
													
													
													
													
													
													
													
													
													
													
													
													
													
													
													
													
													
													
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।