যশোরের মনিরামপুর পল্লীবিদ্যুৎ সমিতি-২ এর ৩ নং কেশবপুর এলাকার নবনির্বাচিত পরিচালক সাংবাদিক আব্দুল্লাহ আল ফুয়াদ দায়িত্ব গ্রহণ করেছেন। বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারী) যশোর পল্লী বিদ্যুত সমিতি-২ এর সদর দপ্তরে ৪০ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত সভায় নবনির্বাচিত পরিচালকের গেজেট প্রকাশ করেন নির্বাচন কমিশনের সদস্য সচিব এম এস রাম কুমার ঘোষ।

এরপর সমিতি বোর্ডের মিটিংয়ে নবনির্বাচিত পরিচালক আব্দুল্লাহ আল ফুয়াদ এবং অন্যান্য পরিচালকদের শপথ গ্রহণ করিয়ে আনুষ্ঠানিকভাবে পরিচালকের দায়িত্ব অর্পন করা হয়। গত ২৪ জানুয়ারি পল্লী বিদ্যুৎ কেশবপুর এলাকার পরিচালক নির্বাচন অনুষ্ঠিত হয়।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্যোগ ঘরে ঘরে বিদ্যুৎ এই স্লোগানকে সামনে রেখে বৃহস্পতিবার সকালে ৪০ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়।

যশোর পল্লী বিদ্যুৎ সমিতি পরিচালনা বোর্ডের সভাপতি রওশান আলী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

অনুষ্ঠানে বিদ্যুৎ কর্মকর্তা আসমা খাতুন ও শৈলেন্দ্র নাথ এর যৌথ সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন সমিতির সিনিয়র জেনারেল ম্যানেজার ইঞ্জিনিয়ার মনোহর কুমার বিশ্বাস, সমিতির সহ-সভাপতি খুরশিদ আলম, কোষাধ্যক্ষ আজিজুর রহমান, সচিব এনামুল হাসান, পরিচালক সৈয়দ ওয়াহিদুল হাসান, পরিচালক আব্দুল্লাহ আল ফুয়াদ, দুলু রানী ঘোষ প্রমূখ।

উল্লেখ্য, ১৯৮১ সালের ২ ফেব্রুয়ারী যশোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ মণিরামপুর উপজেলায় প্রতিষ্ঠিত হয়। যশোর, নড়াইল ও খুলনা জেলার ৭টি উপজেলার ৮৪টি ইউনিয়নের ১২৩৫টি গ্রাম আওতাভুক্ত, যা বর্তমানে শতভাগ বিদ্যুতায়িত।