নাসিম আক্তার,বেনাপোল (যশোর) – বেনাপোল স্থল বন্দরে ভয়াবহ অগ্নিকান্ড সংগঠিত হয়েছে।ভারত থেকে আমদানিকৃত কেমিক্যাল দাহ্য পদার্থ ব্লিচিং পাউডার পণ্যবাহি ভারতীয় ট্রাকে আগুন ধরে পণ্যসহ গাড়িটি পুড়ে ভস্মিভুত হয়েছে।এই সময় আনসার ক্যাম্পের বিপরীত পাশের ওয়্যার হাউজের মধ্যে থাকা আমদানিকৃত  পণ্য বাহী ট্রাক এদিক ওদিক ছুটাছুটি করতে থাকে।বেনাপোল ফায়ার সার্ভিস ইউনিট এসে আগুন নিয়ন্ত্রনে আনে।বর্জ পদার্থ থেকে আগুন ধরেছে বলে ধারণা করা হচ্ছে।
সোমবার সন্ধ্যা ৭ টার দিকে প্রবল বর্ষা চলা কালীন সময়ে ভারতীয় ব্লিচিং পণ্য বাহী ট্রাকে আগুন ধরে।এই সময় বৃষ্টির মধ্যেও আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়ে।ওয়ার হাউজের ৩২ নম্বর শেডের সামনে ট্রাকটিতে আগুন ধরে যায়।শেডের ভিতরে থাকা পণ্য বাহি ভারতীয় ও বাংলাদেশি ট্রাক ড্রাইভাররা ট্রাক নিয়ে এদিক ওদিক ছুটাছুটি করতে থাকে।বজ্র পাত থেকেও আগুন ধরতে পারে বলে ধারনা করা হচ্ছে।
পণ্য খালাস কৃত সিএন্ডএফ আল মোদারী নামে এজেন্টকে পাওয়া যায়নি।
বেনাপোল ফায়ার সার্ভিস ষ্টেশন মাস্টার সুমন হোসেন বলেন কিভাবে আগুন লেগেছে তা এখন বলা সম্ভব না।
বেনাপোল সিএন্ডএফ সকর্মকতা রানা বলেন, ব্লিচিং পাউডার দাহ্য পদার্থ, এতে পানি লাগলে আগুন ধরে যায়।