নূরুল হক | মণিরামপুর প্রতিনিধি: মণিরামপুরে কেক কেটে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচর্য্যরে জন্মদিন পালিত হয়েছে। শনিবার সন্ধায় মণিরামপুর উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে দলীয় কার্যালয়ে এ জন্মদিন পালিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে প্রতিমন্ত্রীর জন্মদিনের কেক কাটেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও পৌর মেয়র আলহাজ্জ্ব অধ্য কাজী মাহমুদুল হাসান। এ সময়ে উপস্থিত ছিলেন জেলা ছাত্রলীগের সাবেল সহসভাপতি বর্তমান উপজেলা আওয়ামীগনেতা অ্যাড. বশির আহমেদ খান, উপজেলা যুবলীগের আহবায়ক ও উপজেলা ভাইস চেয়ারম্যান উত্তম চক্রবর্তী বাচ্চু, উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক সম আলাউদ্দীন, মেয়রপুত্র কাজী মাহমুদ পারভেজ শুভ, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক শরিফুল ইসলাম রিপন, উপজেলা যুবলীগনেতা ও পৌর কাউন্সিলর আব্দুল কুদ্দুস, আয়ুব পাটওয়ারী, পৌর যুবলীগের সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি প্রমুখ।

নূরুল হক
মণিরামপুর, যশোর।
মোবাইলঃ ০১৭২১৩৯০২০৮
তারিখ-২৭/০২/২০২১ইং