• মধুপুরে ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি আঃ ছালাম এর অর্থায়নে কম্বল বিতরণ

আঃ হামিদ মধুপুর টাঙ্গাইল প্রতিনিধিঃ

টাঙ্গাইলের মধুপুর উপজেলার অরণখোলা ইউনিয়নের ৬ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আব্দুল ছালাম এর নিজ অর্থায়নে মঙ্গল বার (৫ জানুয়ারী) দুপুরে তার নিজ বাড়ীতে হতদরিদ্র বিধবাদের মাঝে শীত নিবারনের জন্য ১৫০ কম্বল বিতরণ করেন । বিতরণ অনুষ্ঠানের পূর্বে বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন কালার বাজার মসজিদের ঈমাম আঃ জলিল।কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রেসক্লাব মধুপুর এর সভাপতি আব্দুল হামিদ। এসময় উপস্থিত ছিলেন, প্রেসক্লাব মধুপুর এর প্রচার সম্পাদক আঃ আজিজ, মধুপুর বার্তা ২৪ ডট কমের বার্তা সম্পাদক সাইফুল ইসলাম, ৬ নং ওয়ার্ড আওয়ামীলীগের সদস্য তারা ফকির,মোজাফর আলী, লিটন মন্ডল, কালাম মন্ডল, আঃ হাকিম আ: ছামাদ ডাক্তার, কাজিম উদ্দিন, হেলাল, নুর ইসলাম, আ: হাকিম যশোহর সহ এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন। বিতরণ অনুষ্ঠানে আ: ছালাম বলেন আমি আমার ওয়ার্ডের বাড়ীতে বাড়ীতে খোজ নিয়ে হত দরিদ্র বিধবাদের একটি তালিকা করে আমার নিজ অর্থায়নে এ কম্বল বিতরণ অনুষ্ঠানের আয়োজন করি। তিনি আরও জানান আমার ওয়ার্ডের পর্যায়ক্রমে সকল বিধবাদের মাঝে কম্বল বিতরণ করা হবে।