মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রের সহিংসতা কবলিত উত্তর-পশ্চিমাঞ্চলে মাইন বিস্ফোরণে তিন বাংলাদেশি শান্তিরক্ষী আহত হয়েছেন। গতকাল শনিবার দেশটির জাতিসংঘ মিশনের বরাতে এই তথ্য জানিয়েছে। খবর ডেইলি সাবা।
খবরে বলা হয়েছে, দেশটির রাজধানী বাংগি থেকে ৩১০ মাইল দূরে ওহাম-পেন্ডে প্রদেশের বোহং শহরে গত শুক্রবার (৩১ ডিসেম্বর) এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে দু’জনের অবস্থা গুরুতর। তাদের হেলিকপ্টার যোগে শান্তিরক্ষা মিশন পরিচালিত হাসপাতালে চিকিৎসার জন্য বোয়ার শহরে নিয়ে যাওয়া হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘের শান্তিরক্ষা মিশন।
খবরে আরও বলা হয়েছে, নিয়মিত টহলের অংশ হিসেবে জাতিসংঘ পরিচালিত শান্তিরক্ষী বাহিনীর সদস্যরা ওই এলাকার সড়ক দিয়ে গাড়ি চালিয়ে যাচ্ছিলেন। এসময় আগে থেকে পেতে রাখা মাইন বিস্ফোরণে এ ঘটনা ঘটে। তবে এখনও পর্যন্ত কোনো গোষ্ঠী এর দায় স্বীকার করেনি।
এর আগে গত বৃহস্পতিবার দেশটির পশ্চিমে মাইন বিস্ফোরণে তিন তানজানিয়ার শান্তিরক্ষী আহত হন। দেশটির সহিংস কবলিত উত্তর-পশ্চিমাঞ্চলে আগস্ট থেকে এ পর্যন্ত মাইন বিস্ফোরণে দুই নারী এবং পাঁচ বছরের শিশুসহ মোট ৮ জন নিহত হন।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।