শেখ এনামুল | জেলা প্রতিনিধি, মাগুরা

মাগুরা সদরের স্বেচ্ছাসেবী সংগঠন “গোয়ালবাথান হেল্প এন্ড ব্লাড ডোনার্স ক্লাব” এর সার্বিক সহযোগিতায় মহম্মদপুর উপজেলার কলমধরী বাজারের ( প্রোঃ তৌহিদুল ইসলাম ) এর আর টি ফার্মেসীতে ২৩ জানুয়ারী ২০২১ ইং শনিবার সারাদিনব্যাপী চলছে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও স্বেচ্ছায় রক্তদানে উদ্বুদ্ধকরণ কর্মসূচি,

মহম্মদপুর উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান মরহুম জনাব সৈয়দ আলী করিম এর সু্যোগ্য পুত্র জনাব সৈয়দ আরাফুজ্জামান ( রিংকু) ( সহকারী অধ্যাপক ইংরেজি বিভাগ কাজী সালিমা হক মহিলা ডিগ্রি কলেজ) এবং জনাব মোঃ মুরাদ আলী ( প্রধান শিক্ষক গোপীনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ) এর সৌজন্যে কলমধরী বাজার তথা বালিদিয়া/রাজাপুর ইউনিয়নের বিভিন্ন গ্রামের মানুষ সকাল থেকেই সামাজিক দুরত্ব বজায় রেখে ভিড় জমাচ্ছে আর টি ফার্মেসীতে এবং গ্রামের সাধারণ মানুষ ফ্রিতে রক্তের গ্রুপ জানতে পেরে অনেকটাই খুশি বলে জানা গেছে, এবং গ্রামীন জনগোষ্ঠীর রক্তের চাহিদা পুরনে “গোয়ালবাথান হেল্প এন্ড ব্লাড ডোনার্স ক্লাব” এর সভাপতি মোঃ হৃদয় জোয়ার্দার এর মোবাইল নাম্বার ০১৯৪৪৬০৫২৬৩