“আইন মেনে সড়কে চলি-নিরাপদে ঘরে ফিরি” এই পতিপাদ্যকে সামনে নিয়ে হাইওয়ে পুলিশ( বগুড়া জোনের) পক্ষ থেকে মহাসড়কে দুর্ঘটনা রোধে চলছে নিয়মিত প্রচারনা।
শুক্রবারও সারা দিন পঞ্চগড় টু ঠাকুরগাঁও মহাসড়কে আইন অমান্য করে নছিমন,করিমন,ভটভটি,ইজিবাইক,রিকশা ও থ্রি হুইলার চলাচল করতে নিষেধ করা হয়েছে।
আইন অমান্য করে এই সমস্ত যানবাহন চাল চল করলে ২০১৮ সালের সড়ক পরিবহন আইন অনুযায়ী অনধিক ৩ মাসের কারাদণ্ড বা ২০ হাজার টাকা অথবা উভয় দন্ডে দন্ডিত হইবে।
মহাসড়কের উভয় পাশে ১০ মিটারের মধ্যে কোনো প্রকার স্থাপনা তৈরী নিষেধ করা হয়েছে, এ আইন অমান্য করলে অনধিক ২ বছরের কারাদণ্ড বা ৫ লক্ষ টাকা জরিমানা অথবা উভয় দন্ডে দন্ডিত হইবে, মহাসড়ক বা সড়কের ফুটপাতে বা অভার পলিপাশে অথবা সড়কের পাশে মটর যান মেরামতের নামে যন্ত্রাংশ রেখে বাধা সৃষ্টি করলে ৩ মাসের কারাদণ্ডের বিধান রাখা হয়েছে।
এ প্রচারনার কাজ নিয়মিত চালানো হবে বলে নিশ্চিত করেছেন বোদা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোঃ শরিফুল ইসলাম।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।