মেয়র জাহাঙ্গীর বিশ্বাসের নামাজে জানাজা শেষে,পারিবারিক কবরস্থানে দাফন সম্পর্ণ

 

মো:রফিকুল ইসলাম,নড়াইল প্রতিনিধিঃ
নড়াইল পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী-লীগের যুগ্ন সাধারণ সম্পাদক মো:জাহাঙ্গীর বিশ্বাস (৬০) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি…….রাজিউন)।
বুধবার (২৫ নভেম্বর) দুপুর ১২-২০ মিনিটের সময় রাজধানীর স্কয়ার হাসপাতালে মেয়র জাহাঙ্গীর হোসেন বিশ্বাস শেষ নিঃশাষ ত্যাগ করেন।
মৃত্যুকালে তিন ছেলে ও স্ত্রী রেখে গেছেন।
গত (১৮ নভেম্বর) ডেঙ্গুজ্বরে আক্রান্ত হন পৌর মেয়র জাহাঙ্গীর বিশ্বাস।
এদিন তার শরীরের রক্তের প্লাটিলেট ৪৪ হাজারে নেমে আসে,যে কারণে উন্নত চিকিৎসার জন্য তাকে হেলিকপ্টার যোগে রাজধানীর স্কয়ার হাসপাতালে নেয়া হয়।
সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার (২৫ নভেম্বর) বেলা ১২-২০ মিনিটের সময় মেয়রের মৃত্যু হয়।
পরে ঔদিন রাত ১১টার দিকে রাজধানীর স্কয়ার হাসপাতাল থেকে লাশবাহী ফ্রিজার এ্যাম্বুলেন্সে নড়াইলে তার নিজ বাড়িতে আনা হয়।
এসময় নড়াইল জেলায় শোকের ছায়া নেমে আসে,এবং এক নজর দেখার জন্য লাক্ষ স্বজনদের ভিড় দেখা যায়।
লাশবাহী এ্যাম্বুলেন্স ধরেই স্বজন”রা সারা রাত কাটিয়ে দিয়েছেন,আমাদের সব শেষ হয়ে গেছে বলেও চিৎকার চেঁচামেচি করেন।
কে গরিব অসহায়কে দেখবে কে ডেকে নিয়ে চাল,ডাল দিবে কে ভালো মন্দের খোজখবর রাখবে,সব শেষ হয়ে গেল।
আজ (২৬ নভেম্বর) সকাল ১১ ঘটিকার সময় নড়াইল ভওয়াখালী সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে লাক্ষমানুষের উপস্থিতিতে নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।
এসময় নামাজে জানাজায় উপস্থিত ছিলেন,আওয়ামী-লিগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক এসএম কামাল,নড়াইল ০২ আসনের সংসদ সদস্য মাশরাফী বিন মোর্তুজা,নড়াইল ০১ আসনের সংসদ সদস্য কবিরুল হক মুক্তি,নড়াইল জেলা পরিষদের চেয়াম্যান এ্যাডঃ শোহরভ হোসেন বিশ্বাস,নড়াইল জেলা আওয়ামী-লিগের সভাপতি,শুভাস চন্দ্র বোষ,সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন খান নিলু,সহ নড়াইল জেলার বিভিন্ন অঙ্গসংগঠনের নেতা কর্মিবৃন্দ উপস্থিত ছিলেন প্রমূখ।
নামাজে জানাজা শেষ করে নেতা কর্মি”রা ফুলেল শ্রোদ্ধা জানান,পরে ভওয়াখালী নিজ পারিবারিক কবর স্থানে তার দাফন সম্পর্ণ হয়।