জেমস আব্দুর রহিম রানা|স্টাফ রিপোর্টার: গত ১৫ ফেব্রুয়ারী ২০২১ রোজ সোমবার আনুমানিক রাত ১২:৩০ হতে ভোর চারটার মধ্যবর্তী সময়ে যশোর জেলার শার্শা থানার ৯ নং উলাশী ইউনিয়নের অন্তর্গত উলাশী গ্রামের মৃত চন্দ্রকান্ত সরকারের পুত্রদ্বয় সিমসন সরকার ও লাবলু সরকারের বাড়িতে এক পরিকল্পিত চুরি সংঘটিত হয়েছে। অভিযোগ কারীদ্বয়ের মতে, ৭ ভাই ২ বোনের সকল পৈত্রিক জমির দলিল পত্র, লাবলু সরকারের এসএসসি হতে মাস্টার্স পর্যন্ত শিক্ষাগত যোগ্যতার সকল সনদ পত্র, সাড়ে পঁাচ ভরি স্বর্ণের গহনা, ৬৩ হাজার টাকা সমমূল্যের দুইটি ডাইমন্ডের আংটি, নগদ এক লক্ষ চৌত্রিশ হাজার টাকা, এক লক্ষ পঁচিশ হাজার টাকা সমমূল্যের ৪৫ টি শাড়ি, একটি ল্যাপটপ, পূবালী ব্যাংক লিমিটেড, কঙ্বাজার শাখার ইঝ২৫-অ-৮৫০০৭১৭ নং হতে ইঝ২৫-অ-৮৫০০৭৩০ নং পর্যন্ত, ১৪ টি সিগনেচার করা চেক সহ বিভিন্ন ধরনের মূল্যবান মালামাল ছুরি হয়ে গেছে । ছুরির অভিযোগটি শার্শা থানায় নথিভুক্ত করা হলে তক্ষনাৎ থানার ও সি এবং দায়িত্বরত তদন্ত কর্মকর্তাগণ ঘটনা স্থল পরিদর্শন করেন ও পাশ্ববর্তী বিভিন্ন ব্যাক্তিবর্গকে জিজ্ঞাসাবাদের মাধ্যমে তথ্য প্রমাণ সংগ্রহ করেন, যা সুষ্ঠ তদন্তরে স্বার্থে এখনো প্রকাশ করা হয়নি। বিকালে অত্র ইউনিয়নের চেয়ারম্যান জনাব মো: আয়নাল হক ঘটনা স্থল ষড়জমিনে পরিদর্শনের জন্য একটি প্রতিনিধি দল পাঠান। প্রতিনিধি ধল ঘটনাটির সুষ্ঠু তদন্ত দাবি করেন ্ও দ্রুত সময়ের মধ্যে আপরাধিদের চিহ্নিক করে আইনের আওতায় আনার জন্য প্রশাসনকে আবেদন জানান। অভিযোগকারীদ্বয় বলেন, গত ডিসেম্বর মাসে সামাজিক যোপাযোগ মাধ্যমে উলাশী খ্রিস্টান কো-অপারেভি ক্রেডিট ইউনিয়নরে অর্থ আত্নসৎ, সংখ্যলঘুদের বড়দিন উৎসব পালনের জন্য সরকারি বরাদ্দের চাউল আত্নসৎ ্ও উপজেলা হতে বড়দিন উৎসব পালনের জন্য প্রদত্ত আর্থ আত্নসতের বিরুদ্ধে যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি করার কারনেই এ ধরণের পরিকল্পিত চুরি সংঘটিত করা হয়েছে এবং এ ধরণের আরো পরিকল্পিত আক্রমণ সংঘটিত হতে পারে। তাই এ ব্যাপারে ক্ষতিগ্রস্ত বুক্তভোগিগণ সুষ্ঠু তদন্রেÍ মাধ্যমে চুরি যাওয়া মালামাল ফেরত ও দোষী ব্যক্তিদের আইনের আওতায় আনার জন্য প্রশাসনকে আবেদন জানিয়েছেন।