• লোহাগড়ায় তৈল পাম্পের সামনে ছিরুর দোকানের ক্যারাম খেলায়, বিনোদনের নামে চলছে জোয়ার আসর।

ষ্টাফ রিপোর্টার মনির খান লোহাগড়া, নড়াইল।

একটি বিশেষ সূত্রে যানা যায় যে, রাসেলের নেতৃত্বে লোহাগড়ার তৈল পাম্পের সামনে প্রতি নিয়ত চলছে ক্যারাম খেলা নামে জোয়া খেলা।

১০০ টাকা ২০০ টাকা এমন কি ৫০০ টাকা ১০০০ টাকা পর্যন্ত প্রতি গেমে।

○এই খেলা সকাল থেকে রাত ১২ টা ১টা পর্যন্ত চলতে থাকে। এবং অনৈতিক কিছু কার্যক্রম ও চলে, আর তা হলো: দোকানের পিছে গাঁজা টানা। উক্ত এলাকার গন্য মান্য কিছু গুনিজন নাম প্রকাশে অনিচ্ছুক তিনি বলেন যে আমাদের ছেলে রা ও এলাকার ছেলেরা সব ই নষ্ট হয়ে গেল।

যে কেউ একটু খেয়াল দিলে বা ওখানে একটূ দাঁড়িয়ে খেলাটি দেখলে প্রমান পাবে
যে খেলা টা কত টাকার খেলছে এবং খেলছে কারা? ও ঘরের পিছনে কারা গাঁজা টানছে।

তাই প্রশাসনের কাছে এলাকাবাসীর জোর দাবি এই ক্যারাম বোর্ড নামে জোয়া খেলা টি বন্ধ করুন।