মনির খান | লোহাগড়া নড়াইল
২৪ জানুয়ারি রাত ১০ টার সময় লোহাগড়ার রাজুপুর গ্রামের রাজিবুল ইসলাম রাকিব( ৩৫) ও একই গ্রামের নাজমুল ইসলাম (৪০) নামের দুইজন কে লোহাগড়ার লিয়ন, মহিবুল, রহিম, ও মিঠু সহ আরো ১০/১২ জন দুর্বৃত্তরা রান দা ,ও স্যান দিয়ে হাত পা কুপিয়ে গুরুতর জখম করে রনো ক্ষেত্র সৃষ্টি করে।
উক্ত রণক্ষেত্র এলাকা পুলিশ এসে নিয়ন্ত্রণে আনে, পুলিশ দ্রুত না এলে হয়তোবা দুর্বৃত্তরা এদের কে খুন করে ফেলত বলে মন্তব্য করেন আহতদের স্বজনরা।
লোহগড়া স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক বলেন রোগীদের অবস্থা আশঙ্কা জনক হওয়ায় তাদেরকে খুলনা ২৫০ শয্যা হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়। ঘটনার মূল ইস্যু হলো: লোহাগড়ার জয়পুর ঈদগা থেকে মুক্তিযোদ্ধা সংসদ ভবন পর্যন্ত রাস্তার দুই পাশ দিয়ে যে অবৈধভাবে দোকানপাট গুলি স্থাপন করেছে, মূলত ওই দোকান ঘর গুলি নিয়ে ই দীর্ঘদিন যাবত বিরোধ সৃষ্টি হয়ে আসছে ২/৩ পক্ষের মধ্যে।
আর তারই প্রতিফলন আজ ২জন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। উক্ত এলাকার লোকজন বলেন, দ্রুত এই অবৈধ স্থাপনাগুলো উচ্ছেদ না করা হলে এরকম দাঙ্গা-হাঙ্গামা মারপিট খুন জখম চলতেই থাকবে। অবৈধ দোকানপাট গুলি উচ্ছেদ করার লক্ষ্যে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন এলাকার নিরীহ মানুষ।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।