আজ (সোমবার ৩১) জানুয়ারি বগুড়া জেলার ৪ উপজেলার ২২ ইউপির নির্বাচন অনুষ্ঠিত হবে। ২১৫টি কেন্দ্রে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একটানা ভোট গ্রহণে সকল প্রস্তুতি সম্পন্ন করেছে প্রশাসন। আজ রবিবার (৩০ জানুয়ারি) সকাল থেকেই পাঠানো হচ্ছে বিভিন্ন কেন্দ্রে কেন্দ্রে ভোটের সরঞ্জাম।
৬ষ্ঠ ধাপে সদর উপজেলার ২টি, গাবতলী উপজেলার ২টি, সোনাতলার ৭টি ও সারিয়াকান্দি উপজেলার ১১টি ইউনিয়নে ইভিএমএ ভোট গ্রহণ হবে। ভোটের মাঠে চেয়ারম্যান পদে ১৩৩ জন, সাধারণ ওয়ার্ড ও সংরক্ষিত ওয়ার্ডে সদস্যসহ সবমিলিয়ে ১২৩৪ প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন।
নির্বাচন অবাধ নিরপেক্ষ পরিবেশে অনুষ্ঠানে প্রতিটি ইউনিয়নে একজন করে নির্বাহী ম্যাজিষ্ট্রেটসহ র্যাব, পুলিশ, আনসার সদস্যসহ আইনশৃঙ্খলাবাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করবেন। বগুড়ার সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মাহবুব আলম শাহ জানান, জেলার ২২ ইউনিয়নের ২১৫ কেন্দ্রে ভোটের সরঞ্জাম পাঠানো হচ্ছে। অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে প্রশাসন বদ্ধ পরিকর।।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।