দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতির প্রতিবাদে আগামী ২৮ মার্চ সারা দেশে আধা বেলা হরতালের ডাক দিয়েছে বাম গণতান্ত্রিক জোট। এ হরতালে বিএনপির সমর্থন থাকবে বলে জানিয়েছেন দলটির চেয়ারপারসনের উপদেষ্টা ও ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমান উল্লাহ আমান।
শনিবার (১২ মার্চ) দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে বনানী এলাকায় লিফলেট বিতরণকালে তিনি এ কথা জানান।
আমান উল্লাহ আমান বলেন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে বাম মোর্চা হরতালের ডাক দিয়েছে। তারা অবশ্যই ভালো কর্মসূচি গ্রহণ করেছে। সেই কর্মসূচিতে অবশ্যই আমাদের সহায়তা এবং সমর্থন থাকবে।
এ ছাড়া একই দিনে আধা বেলা হরতাল ডেকেছেন গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরীও।
গতকাল শুক্রবার (১১ মার্চ) বিকেলে রাজধানীর ধানমন্ডি গণস্বাস্থ্য নগর হাসপাতালের বীর উত্তম মেজর হায়দার মিলনায়তনে ভোজ্যতেল, চাল-ডাল, পেঁয়াজসহ নিত্যপণ্যের দামের ঊর্ধ্বগতির প্রতিবাদে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, আগামী ২৮ মার্চ সব রাজনৈতিক দল ও জনগণকে শান্তিপূর্ণভাবে হরতাল পালনের আহ্বান জানাই। ওইদিন বাসার বাইরে বের হবেন না। বের হলেও হরতালে যোগ দেওয়ার জন্য বের হবেন।
সবাই মিলে দল-মত নির্বিশেষে যে যেভাবে পারেন, হারতাল পালন করবেন।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।