হিউম্যান ডেভলেপম্যান্ট ফাউন্ডেশনের উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ ।
শাকিল আহম্মেদ নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ ইংরেজি নববর্ষ উপলক্ষে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে সামাজিক সংগঠন হিউম্যান ডেভলেপম্যান্ট ফাউন্ডেশন । শুক্রবার রাতে রাজধানীর খিলগাঁও , রেলগেট, মালিবাগ, মগবাজার, কাকরাইল , রাজারবাগ এলাকায় অসহায় শীতার্ত মানুষের মাঝে এ শীতবস্ত্র বিতরণ করে হিউম্যান ডেভলেপম্যান্ট ফাউন্ডেশনের সদস্যরা। শীতবস্ত্র বিতরণ কালে ফাউন্ডেশনের সদস্য সোহেল খান বলেন আমরা চেয়েছি একটু ভাবে নববর্ষ উৎযাপন করতে আমরা চেয়েছি এই শীতে অসহায় মানুষের জন্য কিছু করতে আর তাঁরই ধারাবাহিকতায় রাজধানীর বিভিন্ন এলাকায় অসহায় শীতার্ত
মানুষের মাঝে আমাদের এই শীতবস্ত্র বিতরণ। এই সময়
উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের সদস্য সোহেল খান, ফয়সাল, কাজী খালেদ, মোঃশ্রাবণ মিয়া,মোঃমোরসালিন হোসেন রাজু,মোঃ সাব্বির,মো আকাশ, মো আশিক প্রমুখ ।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।