ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সহকারী পুলিশ কমিশনার পদমর্যাদার চারজন ও পুলিশ পরিদর্শক (শহর ও যানবাহন) পদমর্যাদার ছয়জন কর্মকর্তাকে বদলি করা হয়েছে।

বৃহস্পতিবার (১১ আগস্ট) ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহা. শফিকুল ইসলাম স্বাক্ষরিত এক অফিস আদেশে এ পদায়ন করা হয়।

বদলিকৃত কর্মকর্তারা হলেন- ডিএমপির কল্যাণ ও ফোর্স বিভাগের সহকারী পুলিশ কমিশনার মোহাম্মদ ইমরুলকে ট্রাফিক তেজগাঁও বিভাগের ট্রাফিক মোহাম্মদপুর জোন, ইন্টেলিজেন্স অ্যান্ড এ্যানালাইসিস বিভাগের সহকারী পুলিশ কমিশনার নাহিদ ফেরদৌসকে ট্রাফিক মতিঝিল বিভাগের ট্রাফিক সবুজবাগ জোন, ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের সহকারী পুলিশ কমিশনার আবু তালেবকে ডিএমপির সদর দফতর ও প্রশাসন বিভাগের প্রশাসন ও ডেভেলপমেন্ট বিভাগের সহকারী পুলিশ কমিশনার সৌম্য শেখর পালকে কল্যাণ ও ফোর্স বিভাগের ফোর্স হিসেবে বদলি করা হয়েছে।

এছাড়া একইদিন পৃথক একটি অফিস আদেশে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পুলিশ পরিদর্শক (শহর ও যানবাহন) পদমর্যাদার ছয়জন কর্মকর্তাকে বদলি করা হয়েছে।