মোঃ রাশিদুল ইসলাম মাগুরা প্রতিনিধিঃ বাংলাদেশের বিভিন্ন জেলা – উপজেলায় করোনা সংক্রমন ব্যাপকহারে বৃদ্ধি পাওয়ার ফলে মাগুরা জেলা প্রশাসন ও জেলা তথ্য অফিস এ সংক্রমন রোধে ব্যাপক প্রস্তুতি গ্রহন করেছেন।

যে কারনে মাগুরা জেলা শহরে ও মোহাম্মদপুর উপজেলাতে লকডাউন ঘোষণা করা হয়েছে এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে অন্যান্য উপজেলা সতর্ক বার্তা প্রেরন করা হয়েছে।

এরই অংশ হিসেবে শ্রীপুর উপজেলা প্রশাসন মাগুরা জেলা প্রশাসক ড. আশরাফুল আলম এর নির্দেশক্রমে ১৬ জুন (বুধবার) সকাল থেকে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও শ্রীপুর উপজেলার নির্বাহী অফিসার লিউজা- উল জান্নাহ ‘র নেতৃত্বে শ্রীপুর সদর বাজারসহ বিভিন্ন স্থানে ভ্রাম্যমান আদালত পরিচালনা ও জেলা তথ্য অফিসের পক্ষ থেকে দিনব্যাপী ব্যাপক জনসচেতনতামূলক প্রচার – প্রচারনা চালানো হয়।

যার মধ্যে ছিলো – নিরাপদ দূরত্ব বজায় রাখা, মাস্ক পরিধান করা, সাবান দিয়ে হাত ধোঁয়া, স্যানিটাইজার ব্যবহার করা, মোটরসাইকেল চালকের হেলমেট ব্যবহার করা, যানবাহনে স্বাস্থ্যবিধি মেনে চলাসহ বিভিন্ন বিষয় নিয়ে জনসচেতনতামূলক প্রচার- প্রচরনা চালানো হয়।

এছাড়াও উপজেলা সদরে গুরুত্বপূর্ণ পয়েন্টে মোটরবাইক ও খাবারের দোকান ভ্রম্যমান আদালত পরিচালনা করে জরিমানা আদায় এবং গণপরিবহনে চেকপোস্ট বসিয়ে তল্লাশি করা হয়েছে।

এ বিষয়ে শ্রীপুর উপজেলার নির্বাহী অফিসার লিউজা-উল জান্নাহ বলেন, সরকারি নির্দেশনা মোতাবেক এ অভিযান পরিচালিত হচ্ছে এবং পরিবেশ ভালো না হওয়া পর্যন্ত অব্যাহতভাবে এ অভিযান চলতেই থাকবে। তবে করোনা সংক্রমন রোধে আমি সবাইকে সচেষ্ট হওয়ার জন্য বিশেষভাবে আহবান জানাচ্ছি।