বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ড. এসএম শফিউদ্দিন আহমেদ বলেছেন, কঠিন প্রশিক্ষণ যুদ্ধকে সহজ করে তোলে। সেই লক্ষ্যে বাস্তবসম্মত ও যুগোপযুগী প্রশিক্ষণের মাধ্যমে বাংলাদেশ সেনাবাহিনীকে একটি বিশ্ব মানের বাহিনী হিসেবে গড়ে তোলার প্রচেষ্টা অব্যাহত রয়েছে।
তিনি বলেন, বিদেশেও সেনাবাহিনী অনেক গুরুদায়িত্ব পালন করে। সেই জায়গায় চ্যালেঞ্জিং দায়িত্বগুলো পালন করতে প্রশিক্ষণের বিকল্প নেই। বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) সকালে ময়মনসিংহের মুক্তাগাছার চেচুয়াবাজারে চূড়ান্ত আক্রমণ অনুশীলনের মধ্য দিয়ে চার সপ্তাহব্যাপী সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।