বাগেরহাট জেলার চিতলমারীতে ‘বাড়ছে ডাইরিয়া রোগীর সংখ্যা ‘শিরোনামে বিভিন্ন অনলাইন, আঞ্চলিক  ও জাতীয় পত্রিকায় বিপোর্ট প্রকাশিত হয়।এ সংক্রান্ত সংবাদ জাতীয় দৈনিক দেশের কন্ঠে প্রকাশিত হয়।

বিভিন্ন পত্রিকায় প্রকাশিত সংবাদে চিতলমারী উপজেলার প্রশাসন রোগীদের মাঝে বিষুদ্ধ খাবার পানি ও স্যালাইন বিতরন করেন।

 

অদ্য ১৯/০৫/২০২১ ইং বুধবার সকাল ১১ টার সময় চিতলমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব লিটন আলী, উপজেলা চেয়ারম্যান বাবু অশোক কুমার বড়াল  সহ উপজেলা প্রশাসনের কর্মকর্তারা চিতলমারী স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের মাঝে ১২৫লিটার বিশুদ্ধ খাবার পানি, ১৫প্যাকেট এস,এমসির ওরস্যালাইন বিতরন করেন।

 

এ সময়  আরো উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা জনাব মামুন হাসান,স্বাস্থ্য কমপ্লেক্সের ডাঃ,নার্স সহ অনেকে।

 

থানা নির্বাহী কর্মকর্তা বলেন,ডাইরিয়া হতে বাঁচতে সকলকে বিশুদ্ধ পানি পান করতে হবে।চিতলমারী স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে জনগণকে সচেতন করতে ব্যানার, মাইকিং করা হয়। জনগনকে সচেতন করার জন্য ব্যানার মূল বিষয় ছিল “বিশুদ্ধ পানি ব্যবহার করুন,ডাইরিয়া মুক্ত থাকুন”।