সুনামগঞ্জ জেলা প্রতিনিধি ; সুনামগঞ্জ জেলার ছাতক নৌপুলিশ স্টেশন আকস্মিক পরিদর্শন করেন। নৌপুলিশ সিলেট অঞ্চলের মাননীয় পুলিশ সুপার শম্পা ইয়াসমীন।
৬মে তিনি ছাতকের নৌপুলিশ স্টেশন আকস্মিক পরিদর্শন শেষে স্থানীয় লোকজনের সাথে সাক্ষাৎ করেন এবং কোভিড-১৯ প্রতিরোধে স্থানীয় লোকজনের মাঝে করোনা ভাইরাস থেকে রক্ষাপেতে স্বাস্থ্য বিধি মেনে চলার জন্য জাতীয় নির্দেশনা প্রদান করেন।
এসময় শম্পা ইয়াসমিন কোভিড-১৯ প্রতিরোধে জাতীয় নির্দেশনাবলি প্রতি পালনে নৌযান চলাচলে অতিরিক্ত যাত্রী বহন না করা, রাত্রীকালে নৌ চলাচল নিষেধ করণ, বাজার এলাকায় লকডাউনের বিধান মেনে চলাসহ বিভিন্ন সচেতনতা মূলক বক্তব্য প্রদান করেন ।
এসময় তিনি ছাতক নৌঘাটে উপস্থিত লোকজনের মাঝে মাস্ক ও সাবান বিতরন করেন। এছাড়াও তিনি ছাতক নৌপুলিশ ইউনিট কর্তৃক দায়েরকৃত মামলার ঘটনাস্থল পরিদর্শন শেষে ছাতকের বালু ও পাথর ব্যবসায়ী সমিতির লোকজনের সহিত কথা বলেন এবং নদীপথে অবৈধ ভাবে বালু /পাথর উত্তোলনকারী সহ চাঁদাবাজদের তথ্য প্রদান করে সহযোগিতা করার জন্য সকলের প্রতি আহ্বান জানান
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।