আব্দুস সোবহান | নড়াইল : ১০ই মার্চ-২০২১ খ্রি. “নড়াইলে ছেলের বউয়ের অমানুষিক নির্যাতনের খবর পেয়ে (৮০) বৎসরের অসহায় বৃদ্ধার বাড়িতে গেলেন পুলিশ সুপার প্রবীর কুমার রায় পিপিএম (বার) “
গত ৬.৩.২১ তারিখে নড়াইল সদর উপজেলার শাহাবাদ ইউনিয়নের বিষ্ণুপুর গ্রামের ৮০ বৎসরের বৃদ্ধা ফুল মতি স্বামী- মৃত কৃষ্ণপদ গাইন। ছেলে ও ছেলের বউয়ের অমানুষিক অত্যাচারে অতিষ্ঠ হয়ে বৃদ্ধ মা পুলিশ সুপারের কাছে বিচার দাবি করেন, তিনি বলেন আমার ছেলের বউ এবং ছেলের অমানুষিক নির্যাতন আমার প্রতি দিনে দিনে বেড়ে যাচ্ছে। আমাকে খুবই শারীরিক, অত্যাচার করে। এ অভিযোগ শুনে পুলিশ সুপার জনাব প্রবীর কুমার রায় পিপিএম (বার) তাৎক্ষণিক সদর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ ইলিয়াস হোসেন, পিপিএম কে (৮০) বছরের বৃদ্ধাকে তার বাড়িতে রেখে আসার নির্দেশ প্রদান করেন। অফিসার ইনচার্জ তাৎক্ষণিক মহিলা পুলিশ সঙ্গে নিয়ে গাড়িতে করে বাড়িতে পৌছাইয়া দেন এবং নিয়মিত তার খোঁজ খবর রাখেন।
পুলিশ সুপার, নড়াইল
আজ বুধবার ১০ই মার্চ-২০২১ তারিখে বৃদ্ধ মা কেমন আছেন দেখা’র জন্য
দুপুরে বৃদ্ধা মায়ের বাড়িতে যান।
গিয়ে বৃদ্ধা মায়ের সকল বিষয় খোঁজ খবর নেন, তাকে আশ্বস্ত করে বলেন, পরে যদি আপনার ছেলের বউ ও ছেলে কোন রকম অমানুষিক নির্যাতন করে, আপনি তাৎক্ষণিক আমার কাছে যাবেন, আমি সর্বদা আপনার পাশে আছি। সকল বিষয়ে খোঁজ-খবর নেওয়ার পর পুলিশ সুপার বৃদ্ধা মাকে কিছু ফল উপহার দেন। পুলিশ সুপারের হাতের ফল পেয়ে বৃদ্ধা মা খুশিতে আত্মহারা হয়ে পুলিশ সুপারের মাথায় হাত বুলিয়ে দোয়া করেন। বৃদ্ধ মা বলেন তুমি সব সময় অসহায় মানুষদের পাশে থাকবে “ভগবান” তোমাকে ভালো রাখবে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।